বন্যা পরিস্থিতি: অবস্থার উন্নতি ঘটলেও বাড়ি-ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, সরকারের প্রণোদনা
(last modified Thu, 01 Aug 2019 14:09:35 GMT )
আগস্ট ০১, ২০১৯ ২০:০৯ Asia/Dhaka

জামালপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, শরীয়তপুর ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্নস্থানে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের। টানা কয়েকদিন ডুবে থাকায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর নিয়ে বিপাকে পড়েছেন তারা। বন্যার পানিতে ব্যাপকভাবে ক্ষতি হয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলের জমি, মাছের ঘের ও গবাদি পশু খামারের।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, বন্যায় দেশের ৩১ জেলায় আউশ, আমন ও আমনের বীজতলাসহ বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু ফসলের আংশিক ক্ষতি হলেও কোনো কোনো ফসলের জমি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।সব মিলিয়ে বন্যায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৭২ হাজার ৫৯ হেক্টর ফসলি জমি। শতকরা হিসাবে ক্ষতিগ্রস্ত ফসলি জমির পরিমাণ ৮ ভাগের বেশি। এতে ৬ লাখ ৫৩ হাজার কৃষকের ১ হাজার ১৫৩ কোটি ১৮ লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে।

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে  বলেছেন, বন্যার এই ক্ষতি কাটিয়ে উঠতে বন্যাকবলিত এলাকায় প্রণোদনা বাড়ানোর চিন্তা করছে সরকার। তিনি জানান যেসব এলাকায় কৃষক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে বাড়তি প্রণোদনা দেওয়া হবে। প্রয়োজনে আমরা বিনামূল্যে বীজ, সার ও বিভিন্ন উপকরণ দেবো।’ গাইবান্ধায় সার্বিক বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হলেও পানি নেমে যাওয়ার পরপরই চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। চর্মরোগ, ডায়রিয়াসহ পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ায় চরম বিপাকে দুর্গতরা।

এ অবস্থায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। তারা ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে চরাঞ্চলসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায়। এছাড়া টাঙ্গাইলে বন্যা কবলিত বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেলেও এখনো বেশকিছু নিম্নাঞ্চল পানিতে তলিয়ে রয়েছে। পানিতে ডুবে প্রায় ১৭ হাজার হেক্টর ফসলি জমির ক্ষতিগ্রস্ত হয়েছে।

শরীয়তপুরে নড়িয়া উপজেলার বন্যা পানি নেমে যাওয়ায় জেগে উঠেছে বেশিরভাগ সড়কের ক্ষত চিহ্ন। রাস্তাঘাট চরমভাবে ক্ষতিগ্রস্ত হওয়া যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। লোকজন ঝুঁকি নিয়ে চলাচল করছেন। এদিকে, কিশোরগঞ্জের ইটনায় বাড়ির পাশের বর্ষার পানিতে ডুবে জুয়েল ও সোহেল নামে সাড়ে চার বছর বয়সী জমজ শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ইটনা সদর ইউনিয়নের হিরনপুর মীরাকান্দিতে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।

পার্সটুডে/আব্দুর রহমান খান/ বাবুর আখতার/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ