সড়ক শৃঙ্খলায় দুর্বলতা রয়েছে- প্রতিমন্ত্রী: আইন মানার ওপর গুরুত্বারোপ
(last modified Sat, 31 Aug 2019 13:33:04 GMT )
আগস্ট ৩১, ২০১৯ ১৯:৩৩ Asia/Dhaka
  • খালিদ মাহমুদ চৌধুরী
    খালিদ মাহমুদ চৌধুরী

বাংলাদেশের নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, "দুঃখজনক হলেও সত্য, সড়ক পরিবহনে শৃঙ্খলার ক্ষেত্রে আমরা অনেক দুর্বলতা লক্ষ্য করছি।"

আজ (শনিবার) দুপু‌রে রাজধানী পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন সড়ক দুর্ঘটনায় আহত বিআইডব্লিউটিসির কর্মকর্তা কৃষ্ণা রায়কে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে ফুটপাতে দাড়ানো অবস্থায় ট্রাস্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় পা হারান কৃষ্ণা রায়।

প্রতিমন্ত্রী বলেন, যেখানে পথচারী থাকার কথা সেখানে এই ‍দুর্ঘটনা ঘটেছে; এটা অবশ্যই আতঙ্কের বিষয়।

খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘কৃষ্ণা রায় আমাদের বিআইডব্লিউটিসির হিসাব বিভাগের কর্মকর্তা ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীও বিষয়টি নিয়ে কনসার্ন। আমরা তার তদারকি ও চিকিৎসার জন্য যা যা প্রয়োজন তা করব।’

খালিদ মাহমুদ বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটি সুপারিশমালা দেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন করার মাধ্যমে যদি সড়কে শৃঙ্খলা ফিরে আসে তাহলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।’

ওদিকে, গতকাল শুক্রবার ছুটির দিনে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত: ৪ জনের জনের মৃত্যু হয়েছে এবং সাতজন আহত হয়েছেন।

এদের মধ্যে শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে খুলনার পাইকগাছায় ইঞ্জিন চালিত মালবহনকারী ট্রলির চাপায় ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে।

একইদিন বিকেল ৩টার দিকে গাজীপুর জাঝর এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

এছাড়া, ওইদিন সকালে বগুড়ায় দ্বিতীয় বাইপাস সড়কের মানিকচক এলাকায় তেলবাহী ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

অপর এক দুর্ঘটনায় শুক্রবার সকাল ১০টায় মৌলভীবাজারের রাজনগর উপজেলায় কার-পিকআপ সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন।

এর আগে সড়ক দুর্ঘটনায় আহত কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইদ্রিস আলী (৭৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা গেছেন।

আছাদুজ্জামান মিয়া

এদিকে, ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেছেন, সড়ক নিরাপদ করতে হবেই। তা না হলে জন-রোষানল থেকে মালিক-শ্রমিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ পরিত্রাণ পাব না।

আজ দুপুরে রাজধানীর রাজারবাগে পুলিশ লাইন অডিটোরিয়ামে 'সড়কে শৃঙ্খলা ফেরাতে করণীয়'- শীর্ষক এক সভায় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘যদি নিরাপদ সড়ক আমরা তৈরি করতে না পারি, তাহলে জনগণের যে ক্ষোভ আমরা অতীতে দেখেছি সেটা কিন্তু থেমে থাকবে না। যখন বিস্ফোরণ হবে, আমরা যারা সংশ্লিষ্ট আছি মালিক-শ্রমিক, আইনশৃঙ্খলা বাহিনী, সরকার কেউ কিন্তু জন-রোষানল থেকে পরিত্রাণ পাব না।’

আন্তঃজেলা বাস টার্মিনালগুলো বাস ডিপোতে পরিণত হয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীর মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনালগুলো শহরের বাইরে নেওয়ার সময় এসেছে। এগুলো সরাতে হবে। কারণ টার্মিনালগুলো এখন বাস ডিপোতে পরিণত হয়েছে। তাই এই ডিপোগুলোতে পরিবর্তন আমাদের আনতে হবে। বিষয়টি ভাবার দায়িত্ব সিটি করপোরেশনের।

তিনি আরও বলেন, ‘পৃথিবীর একমাত্র দেশ আমাদের দেশ, যেখানে হাত উঁচিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়। এখনও পর্যন্ত সিগন্যাল বাতি চালু করতে না পারা বড় ব্যর্থতা মনে করি। যার কারণে সড়কে শৃঙ্খলা আসছে না।’

চালকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘চালকরা মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালায়- কেন তাদের ভেতর নাগরিক দায়িত্ববোধ থাকবে না; এটা তো দণ্ডণীয় অপরাধ। দেশে আইন তৈরি হয় দেশের সভ্য মানুষ আইন মানবে সে জন্য। কিন্তু এদেশে হয় উল্টোটি। কেউ আইন মানতে চাই না। তাই আইন মানার সংস্কৃতি সৃষ্টি করতে হবে।’

পরিবহন খাতের মালিক শ্রমিক প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, ‘পরিবহনখাত এটি শুধু ব্যবসা না, এটি একটি সেবারও। তাই সড়কে শৃঙ্খলা ফেরাতে আপনারা আন্তরিক হোন। সড়কে বিশৃঙ্খলা প্রতিরোধে শুধুমাত্র আন্তরিকতা দরকার। এটি হলেই যথেষ্ট। আপনারা যদি সড়কে শৃঙ্খলা ফেরাতে নিজেরা উদ্যোগী হোন তাহলে আমরা আপনাদের পূর্ণ সহযোগিতা করব।’

ট্রাফিক বিভাগের উদ্দেশ্যে বলেন, ‘যারা সিগন্যাল অমান্য করে চলাচল করবে তাকে দুই ঘণ্টা আটকে রেখে মোটিভেশন করান। এতে ফল আসবে। কারণ যেভাবে হুট করেই গাড়ির সামনে দিয়ে পার হচ্ছে, ফুটওভার ব্রিজ ব্যবহার না করে কাটা তার ভেঙে পার হওয়া এসবও দুর্ঘটনার জন্য দায়ী।’

আজকের সভায় উপস্থিত ছিলেন ডিএমপির যুগ্ম কমিশনার মফিজ আহমেদ, ঢাকা পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ। এছাড়া বিভিন্ন পরিবহনের শ্রমিক ও পুলিশের বিভিন্নস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ