বাংলাদেশে বন্যাপরবর্তী ত্রাণ বিতরণে অনিয়মের তথ্য তুলে ধরল টিআইবি
(last modified Sun, 29 Sep 2019 12:57:09 GMT )
সেপ্টেম্বর ২৯, ২০১৯ ১৮:৫৭ Asia/Dhaka
  • অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান
    অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান

বাংলাদেশে সাম্প্রতিক বন্যাপরবর্তী ত্রাণ কার্যক্রমে দুর্নীতি ও অনিয়মের খোঁজ পেয়েছে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ (রোববার) ‘বন্যা-২০১৯ মোকাবেলায় প্রস্তুতি এবং ত্রাণকার্যক্রমে শুদ্ধাচার পর্যবেক্ষণ’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে টিআইবি’র ঢাকাস্থ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়।

টিআইবি অনুসন্ধানে জানা গেছে, ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা, ন্যায্যতা ও অংশগ্রহণের ঘাটতির পাশাপাশি বন্যা মোকাবিলায় প্রশাসনের সার্বিক তদারকিতে লক্ষণীয় দুর্নীতি হয়েছে।

সংস্থাটির গবেষণা বলছে, দুর্যোগপ্রবণ এলাকায় বন্যার ২৪ ঘণ্টা আগেও স্থানীয়দের সর্তক করা হয়নি। চিহ্নিত করা হয়নি ঝুঁকিপর্ণ এলাকা, বাঁধ, আশ্রয়কেন্দ্র। রাজনৈতিক পরিচয় ছাড়া কেউ ত্রাণ যেমন পায়নি, তেমনি ত্রাণ তহবিলের অর্থ ব্যয় করেই মন্ত্রীরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

টিআইবি’র আনুসন্ধানে জানা গেছে, বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে রাজনৈতিক বিবেচনায়। স্বজনপ্রীতি, পরিমানে কম দেয়া এবং একই পরিবারকে একাধিকবার ত্রাণ দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এমনকি এসব অনিয়মের বিষয়ে অভিযোগ করলে ত্রাণ থেকে বঞ্চিত করা হয় অনেককে।

টিআইবি’র অনুসন্ধানে আরো প্রকাশ পেয়েছে যে, বন্যাকালীন সময়ে প্রয়োজনীয় বাজেট, লোকবল ও পরিকল্পনার ঘাটতির কারণে স্বাস্থ্যকেন্দ্রসহ বন্যা আক্রান্ত অন্যান্য স্থানে প্রয়োজনীয় সেবা প্রদানে ঘাটতি লক্ষ্য করা গেছে। চিকিৎসা, পানি, স্যানিটেশন, নারী-শিশু-বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের পর্যাপ্ত সুরক্ষা লক্ষ্য করা যায়নি।

এ সব সমস্যা সমাধানের জন্য ১৮টি উপায়ের কথা উল্লেখ করে টিআইবি বলেছে, এর সঠিক বাস্তবায়নের মাধ্যমে বন্যা পূর্ববর্তী, পরবর্তী ও বন্যাকালীন সংকট মোকাবিলা করা সম্ভব।#

 

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ