অবশেষে ‘সুনির্দিষ্ট অভিযোগে’ যুবলীগ নেতা সম্রাট আটক
(last modified Sun, 06 Oct 2019 05:52:52 GMT )
অক্টোবর ০৬, ২০১৯ ১১:৫২ Asia/Dhaka
  • ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট
    ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট

বাংলাদেশের রাজধানীর ‘ক্যাসিনো সম্রাট’ হিসেবে পরিচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট ও সহসভাপতি এনামুল হক আরমানকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার দায়িত্বপ্রাপ্ত পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম জানান, ‘সুনির্দিষ্ট অভিযোগে’ আজ (রোববার) ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে এই দুজনকে আটক করা হয়েছে।

তবে, র‌্যাব ১১ কুমিল্লা কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার প্রণব কুমার বলেন, গতকাল শনিবার সন্ধ্যা সাতটার পর থেকে র‌্যাবের ১২ থেকে ১৪টি গাড়ি পুঞ্জশ্রীপুর গ্রামের আশপাশে অবস্থান নেয়। র‌্যাব বিভিন্ন সড়কের মধ্যে যান চলাচল বন্ধ করে দেয়। রাত একটার দিকে মুনির চৌধুরীর বাড়ি থেকে সম্রাট ও আরমানকে গ্রেপ্তার করে র‌্যাব।

আরমান তার ফেসবুকে সম্রাটকে তার ‘বেস্ট ফ্রেন্ড’ হিসেবে উল্লেখ করেছেন

গোয়েন্দা তথ্য বলছে, ক্যাসিনো সাম্রাজ্যের বড় একটি অংশই মূলত চলে দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের ছত্রছায়ায়। ঢাকার বিভিন্ন এলাকায় তার অধীন ক্যাসিনোর সংখ্যা ১৫টিরও বেশি। আর এসব ক্যাসিনো থেকে প্রতিরাতে তার পকেটে ঢোকে ৪০ লাখ টাকারও বেশি!

যুবলীগের নেতাদের চাঁদাবাজি নিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার অসন্তোষ প্রকাশ পাওয়ার পর গত ১৮ সেপ্টেম্বর জুয়ার আখড়া বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযান শুরু হয়। চলমান ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ নানা অভিযোগের কারণে যুবলীগ নেতা সম্রাটের নাম আলোচনায় আসে। অভিযানে যুবলীগ, কৃষক লীগ ও আওয়ামী লীগের কয়েকজন নেতা র‍্যাব ও পুলিশের হাতে গ্রেপ্তার হন। কিন্তু সম্রাট ছিলেন ধরাছোঁয়ার বাইরে।

ক্যাসিনোতে র‍্যাবের অভিযান

এ নিয়ে গতকাল বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যসচিব ও সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশ দেওয়ার পরও কেন এখন পর্যন্ত সম্রাটকে আটক করা হয়নি? কেন এ নিয়ে ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে? তাঁকে বাঁচানোর জন্য কারা ষড়যন্ত্র করছে, পাঁয়তারা করছে—এগুলো আমাদের দেখতে হবে।’

যদিও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলে আসছিলেন, ‘সম্রাট হোক আর যেই হোক’, অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হবে।’

অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেফতার করা হলো।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ