বুয়েট প্রশাসন সতর্ক থাকলে আবরার হত্যাকাণ্ড নাও ঘটতে পারত: স্বরাষ্ট্রমন্ত্রী
(last modified Fri, 11 Oct 2019 09:31:09 GMT )
অক্টোবর ১১, ২০১৯ ১৫:৩১ Asia/Dhaka
  • আসাদুজ্জামান খাঁন কামাল
    আসাদুজ্জামান খাঁন কামাল

শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।  তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন না ডাকলে পুলিশ ভেতরে ঢোকে না। বুয়েট প্রশাসন এ জায়গাটিতে আরও একটু কেয়ারফুল থাকার দরকার ছিল। তাহলে হয়তো এ ধরনের ঘটনা নাও ঘটতে পারত।

আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন শেষে, এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময়, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রদের প্রতি আরও নজর দেবেন এবং দায়িত্ববান হবেন বলে আশা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ফাহাদ হত্যাকাণ্ড যারা সংগঠিত করেছিল, এদের প্রায় সবাইকে আমরা ধরে ফেলেছি, শনাক্ত করে ফেলেছি। এ পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অত্যন্ত দ্রুততার সঙ্গে এ মামলার অভিযোগপত্র দেয়া হবে। আশা করছি, সংশ্লিষ্ট তদন্ত সংস্থা দ্রততম সময়ের মধ্যে মামলার তদন্ত সম্পন্ন করবে।

ড. হাছান মাহমুদ

ফাহাদ হত্যা নিয়ে বিএনপি নোংরা রাজনীতিতে মেতেছে: তথ্যমন্ত্রী

এদিকে, আবরার ফাহাদ হত্যা নিয়ে পানি ঘোলা করলে, ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছাত্রছাত্রীদের আবেগের সঙ্গে একাত্মতা জানিয়ে তিনি বলেন, ফাহাদ হত্যা নিয়ে বিএনপি নোংরা রাজনীতিতে মেতেছে। তারা এটিকে নিয়ে পানি ঘোলার চেষ্টা করছে। তারা আগে সফল হয়নি, এবারও সফল হবেন না, আগামীতেও হবে না।

আজ (শুক্রবার) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, বুয়েটের একজন ছাত্র নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এটি ন্যক্কারজনক ও নৃশংস ঘটনা। এর প্রতিবাদ আমরা প্রথম থেকেই করেছি। কেউ দাবি তোলার আগেই আমরা ব্যবস্থা নিয়েছি। প্রধানমন্ত্রী বলেছেন, হত্যাকারীদের যেন সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি হয়। সেজন্য সরকার বদ্ধপরিকর।

মোহাম্মদ নাসিম

আবরার হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি ১৪ দলের

অন্যদিকে, দ্রুতবিচার ট্রাইব্যুনাল গঠন করে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল।

আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের জরুরি সভায় এ দাবি জানানো হয়।

১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, দ্রুতবিচার আইনের আওতায় এনে দ্রুতবিচার ট্রাইব্যুনাল গঠন করে ফাহাদ হত্যার বিচার করতে হবে। স্বল্প সময়ের মধ্যে এ সব খুনিদের বিচার দাবি করছি। আমরা আশা করছি দ্রুতই এ হত্যাকাণ্ডের বিচার হবে।#

 

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ