মনিটরিং করে পেঁয়াজের দাম শতভাগ কমিয়ে আনা সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i74899-মনিটরিং_করে_পেঁয়াজের_দাম_শতভাগ_কমিয়ে_আনা_সম্ভব_নয়_বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের ভোক্তা সাধারণকে পেঁয়াজের বাড়তি দামের বোঝা আরও কিছু দিন বইতে হবে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীতে তিন দিনব্যাপী ‘লেদারটেক বাংলাদেশ ২০১৯’ এর প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, খুচরা বাজার পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
অক্টোবর ৩১, ২০১৯ ১৭:৩৯ Asia/Dhaka
  • সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি (ফাইল ফটো)
    সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি (ফাইল ফটো)

বাংলাদেশের ভোক্তা সাধারণকে পেঁয়াজের বাড়তি দামের বোঝা আরও কিছু দিন বইতে হবে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীতে তিন দিনব্যাপী ‘লেদারটেক বাংলাদেশ ২০১৯’ এর প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, খুচরা বাজার পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, পেঁয়াজের দাম না কমার জন্য কিছু অসাধু ব্যবসায়ীও দায়ী। সরকারের ১০টি মনিটরিং টিম কাজ করছে। কিন্তু মনিটরিং করে পেঁয়াজের দাম শতভাগ কমিয়ে আনা সম্ভব নয়। কারণ এতো জনবল নেই। আগামী মৌসুমে সরকার পেঁয়াজের আমদানি বন্ধ রাখার কথা ভাবছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, আমাদের ভাগ্য ভালো, মিয়ানমারের সঙ্গে আমাদের ল্যান্ড কানেকশন রয়েছে। তাই আমরা মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করছি। টেকনাফে ল্যান্ড করতে পেঁয়াজের আমদানি খরচ প্রতিকেজি পড়েছে ৭৫ টাকা। তাই পেঁয়াজের দাম কমছে না। মিসর থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। এতো দূর থেকে পেঁয়াজ আমদানি করতে ব্যবসায়ীদের মাইন্ড সেটআপ করতেও একটু সময় লেগেছে। তাই ধীরে ধীরে পেঁয়াজের বাজারে স্থিতিশীলতা আসবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, পেঁয়াজের সংকট সমাধান করতে হলে আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে এবং পেঁয়াজ উৎপাদনে আমাদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে।# 

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।