আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন ড. ইউনূস
(last modified Sun, 03 Nov 2019 07:09:48 GMT )
নভেম্বর ০৩, ২০১৯ ১৩:০৯ Asia/Dhaka
  • ড. মুহাম্মদ ইউনূস
    ড. মুহাম্মদ ইউনূস

গ্রামীণ কমিউনিকেশন্সের কর্মচারীদের চাকরিচ্যুতির তিন মামলায় গ্রেফতা‌রি প‌রোয়ানা জারির ২৪ দিন পর আদাল‌তে আত্মসমর্পণ ক‌রে জা‌মিন পে‌য়ে‌ছেন শান্তিতে নো‌বেল বিজয়ী অর্থনী‌তি‌বিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

আজ (রোববার) ঢাকার তৃতীয় শ্রম আদাল‌তের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জা‌কিয়া পারভী‌নের আদাল‌তে আত্মসমর্পণ ক‌রে জা‌মিন চান তি‌নি। আদালত ১০ হাজার টাকা মুচ‌লেকায় একজন আইনজীবী ও স্থানীয় জা‌মিনদা‌রের জিম্মায় তার জা‌মিন মঞ্জুর ক‌রে।

ট্রেড ইউনিয়নের কাজে বাধা দেয়া ও চাকরিচ্যুতির অভিযোগের মামলায় গত ৯ অক্টোবর ড. ইউনূসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান রহিবুল ইসলাম। এর চারদনি পর ১৪ অক্টোবর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা স্থগিত করে হাইকোর্ট। সেই সঙ্গে তার বিরুদ্ধে হওয়া তিনটি মামলার কার্যক্রম ২৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়।

নিজের প্রতিষ্ঠিত গ্রামীণ কমিউনিকেশন্স প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন গঠন করায় চাকরিচ্যুতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়। মামলার অপর দুই আসামি হলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা ও উপ-মহাব্যবস্থাপক খন্দকার আবু আবেদীন।

এর আগে গত ৩ জুলাই ঢাকার তৃতীয় শ্রম আদালতে ড. মুহাম্মদ ইউনূসসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেন গ্রামীণ কমিউনিকেশন্সের সদ্য চাকরিচ্যুত সাবেক তিন কর্মচারীর। আদালত ৮ অক্টোবর তাদের হাজির হওয়ার জন্য সমন জারি করেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৩

 

 

 

ট্যাগ