বাংলাদেশে এল পাকিস্তানি পেঁয়াজ, আকাশপথে চার্জ মওকুফ করেছে বিমান
https://parstoday.ir/bn/news/bangladesh-i75386-বাংলাদেশে_এল_পাকিস্তানি_পেঁয়াজ_আকাশপথে_চার্জ_মওকুফ_করেছে_বিমান
প্রতিবেশী দেশ ভারত রফতানি বন্ধ করার পর বাংলাদেশে রেকর্ড সৃষ্টিকারী ২৫০ টাকা কেজিতে উঠে যায় পেঁয়াজের দাম। বাজার নিয়ন্ত্রণ করতে অবশেষে মরিয়া হয়ে সরকার মিশর, তুরস্ক ও চীন থেকে পেঁয়াজ আমদানির ঘোষণা দেয়। মঙ্গলবার এই পেঁয়াজ আসার কথা থাকলেও বুধবারও তা আসেনি।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ২১, ২০১৯ ১৭:১২ Asia/Dhaka
  • সিল্কওয়ের ওই উড়োজাহাজে করে পাকিস্তান থেকে আসে পেঁয়াজের প্রথম চালান।
    সিল্কওয়ের ওই উড়োজাহাজে করে পাকিস্তান থেকে আসে পেঁয়াজের প্রথম চালান।

প্রতিবেশী দেশ ভারত রফতানি বন্ধ করার পর বাংলাদেশে রেকর্ড সৃষ্টিকারী ২৫০ টাকা কেজিতে উঠে যায় পেঁয়াজের দাম। বাজার নিয়ন্ত্রণ করতে অবশেষে মরিয়া হয়ে সরকার মিশর, তুরস্ক ও চীন থেকে পেঁয়াজ আমদানির ঘোষণা দেয়। মঙ্গলবার এই পেঁয়াজ আসার কথা থাকলেও বুধবারও তা আসেনি।

তবে পেঁয়াজ এসেছে পাকিস্তান থেকে। বিমানে করে পাকিস্তানি পেঁয়াজের প্রথম চালান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায়। বেসরকারি সিল্ক সংস্থার পণ্য পরিবহনকারী এই বিমানটিতে ৮১ টন ৫০০ কেজি পেঁয়াজ রয়েছে। ইতোমধ্যে খালাস প্রক্রিয়া শুরু হয়েছে।

পাকিস্তানি পেঁয়াজের চালানটির আমদানিকারক ঢাকার শাদ এন্টারপ্রাইজ। আকাশপথে পেঁয়াজের চালান আনার জন্য এ পর্যন্ত ২ হাজার ৭ টনের অনুমতি নেওয়া হয়েছে। শাদ এন্টারপ্রাইজ ছাড়াও এস আলম গ্রুপ অনুমতি নিয়েছে ১ হাজার ৯২৫ টনের।

এ পর্যন্ত আকাশপথে চারটি উড়োজাহাজে পেঁয়াজের চালান আনার সময়সূচি ঠিক হয়েছে। আজ (বৃহস্পতিবার) বিসমিল্লাহ এয়ারলাইন্সের পণ্যবাহী উড়োজাহাজে দ্বিতীয় চালান আসার কথা আর শুক্রবার তৃতীয় চালান আসবে সৌদিয়া এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানে।

এদিকে, আকাশপথে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে প্রযোজ্য চার্জ জনস্বার্থে মওকুফ করেছে বিমান বাংলাদেশ।

ইতোমধ্যে ৪৫ টাকা কেজি মূল্যে ঢাকাসহ বিভাগ ও জেলা পর্যায়ে পেঁয়াজ বিক্রি কার্যক্রম জোরদার করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ঢাকা শহরে ৫০টি গুরুত্বপূর্ণ জায়গায় ট্রাকের মাধ্যমে পেঁয়াজ বিক্রি চলছে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।