১৫ দফা দাবি
বাংলাদেশে অনির্দিষ্টকালের পেট্রলপাম্প ধর্মঘট: ৩ বিভাগে জ্বালানি তেল বিক্রি বন্ধ
পুলিশি হয়রানি বন্ধসহ ১৫ দফা দাবিতে আজ (রোববার) সকাল ৬টা থেকে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ২১ জেলায় পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। ১৫ দফা দাবি বাস্তবায়নে সরকারের দেয়া প্রতিশ্রুতি কার্যকর না করায় তিন বিভাগেরই পাম্প থেকে জ্বালানি তেল উত্তোলন, পরিবহণ ও বিক্রি বন্ধ রেখেছেন পেট্রলপাম্প মালিক ও শ্রমিকরা।
আজ ভোর থেকে খুলনাসহ রংপুর ও রাজশাহী বিভাগের সব ট্যাংকলরি মালিক-শ্রমিক ও জ্বালানি তেল ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের এই কর্মবিরতির ডাক দেয়।
‘বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ’র ডাকে এই কর্মসূচি চলাকালে তিন বিভাগের জেলাগুলোতে জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে মানুষজন।
পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পিকে জানান, দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করে কোনো ফল না হওয়ায় পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ যৌথভাবে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে।
এর আগে ৩০ নভেম্বরের মধ্যে জ্বালানি তেল বিক্রির কমিশন ন্যূনতম সাড়ে সাত শতাংশ করা, ট্যাংকলরির ভাড়া বৃদ্ধি, পুলিশি হয়রানি বন্ধসহ ১৫ দফা দাবি বাস্তবায়নের জন্য আল্টিমেটাম দিয়েছিলেন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হওয়ায় ধর্মঘটের ডাক দেন তারা।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।