বাংলাদেশে বাস, ট্রেন, লঞ্চ ও বিমান চালুর সিদ্ধান্ত: বিভিন্ন মহলে প্রতিক্রিয়া
(last modified Sat, 30 May 2020 15:10:16 GMT )
মে ৩০, ২০২০ ২১:১০ Asia/Dhaka

বাংলাদেশে আগামী ১ জুন (সোমবার) থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে গণপরিবহন চালু হচ্ছে। এ ছাড়া, ঐ দিন থেকেই অভ্যন্তরীণ রুটে সীমিত আকারে বিমান চলাচল শুরু হবে। তবে আগামীকাল (৩১ মে) থেকে যাত্রীবাহী লঞ্চ ও ট্রেন চলাচল শুরু হবে। করোনা সংক্রমণ রোধে টানা দুই মাসেরও বেশি সময় দেশটির গণপরিবহন ও বিমান চলাচল বন্ধ ছিল।

আজ (শনিবার) রেলমন্ত্রী মো.নূরুল ইসলাম সুজন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আগামীকাল থেকে আট জোড়া ট্রেন ঢাকা থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাবে। এসব ট্রেনে অর্ধেক টিকিট বিক্রি করা হবে। তবে টিকিটের ভাড়া বাড়ানো হবে না।

সোমবার থেকে চলবে বাস: ভাড়া বাড়বে ৮০ শতাংশ

সোমবার থেকে মহাসড়কে বাস চালাতে বিআরটিএ কর্তৃপক্ষের সাথে আজ (শনিবার) মালিক পক্ষের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. ইউছুব আলী মোল্লা জানিয়েছেন, যাত্রী ভাড়া ৮০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। সীমিত আকারের ব্যাখ্যায় ইউছুব আলী মোল্লা বলেন, ‘সীমিত আকার হলো বাসের যাত্রী এখন  ফিফটি পার্সেন্ট বহন করা হবে।

সড়ক পরিবহন চালু হলে শ্রমিকদের  উপার্জনের পথ খুলে যাবে বলে  তাদের মাঝে বেশ  আগ্রহ দেখা দিয়েছে। তবে, 'সীমিত পরিসরে' বাস চলাচল শুরু হলে তাদের অনেকের উপার্জন বন্ধ হয়ে যাবার আতঙ্কও রয়েছে।

আগামীকাল থেকে চালু হবে লঞ্চ এবং ট্রেন

ট্রেন চলাচল শুরু হবে আগামীকাল থেকে

নৌপথে যাত্রী পরিবহনে চলছে ব্যাপক প্রস্তুতি। তবে যাত্রীরা কতটা সচেতনভাবে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলবেন তা নিয়ে অনেকের সন্দেহ রয়েছে। এ বিষয়টি তদারকিতে বিআইডব্লিউটিএ'র ভ্রাম্যমাণ আদালত সক্রিয় থাকবে বলে জানা গেছে।

অভ্যন্তরীণ বিমান চলাচল শুরু হবে আগামী সোমবার থেকে

ওদিকে, আকাশ পথে অভ্যন্তরীণ রুটে সীমিত আকারে বিমান চলাচল শুরু হচ্ছে সোমবার থেকে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও বেসরকারি ইউএস বাংলা ও নভো এয়ার তাদের ফ্লাইট পরিচালনা করবে। এয়ারলাইন্সগুলোতে মোট আসনের সর্বোচ্চ ৭০ শতাংশ টিকিট বিক্রির নির্দেশ দিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।#

পার্সটুডে/আবদুর রহমান খান/গাজী আবদুর রশীদ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ