করোনামুক্ত হলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা
(last modified Sat, 13 Jun 2020 17:53:59 GMT )
জুন ১৩, ২০২০ ২৩:৫৩ Asia/Dhaka
  • ডা. জাফরুল্লাহ চৌধুরী
    ডা. জাফরুল্লাহ চৌধুরী

বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনামুক্ত হয়েছেন। গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত অ্যান্টিজেন কিট দিয়ে পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

আজ (শনিবার) রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানী ড. বিজন কুমার শীল গণমাধ্যমে বলেছেন, ‘আমি নিজে অ্যান্টিজেন ও অ্যান্টিবডি কিট দিয়ে ডা. জাফরুল্লাহ'র পরীক্ষা করেছি। পরীক্ষার যে ফলাফল পেয়েছি তাতে নিশ্চিতভাবেই বলা যায় তিনি করোনামুক্ত হয়েছেন। তিনি সুস্থ হয়ে উঠছেন। তার শরীরে যথেষ্ট অ্যান্টিবডি তৈরি হয়েছে। তাকে এখন সুস্থ বলা যায়। তবে তার কিডনির সমস্যা এবং গত কিছুদিন যে ধকল গেছে তাতে আরও পাঁচ দিন তাকে হাসপাতালে থাকতে হবে। যদিও তিনি আর হাসপাতালে থাকতে চাইছেন না, এ কারণে গতকাল পরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ আসার পরও তাকে তখন এটা জানানো হয়নি।’

ড. বিজন কুমার শীল

এ বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের করোনা কিট তৈরি প্রকল্পের কো-অর্ডিনেটর ডা. মহিবুল্লাহ খন্দকার বলেছেন, "আল্লাহর রহম‌তে‌ ডা. জাফরুল্লাহ চৌধুরী ক‌রোনা অ্যান্টি‌জেন নে‌গে‌টিভ এবং অ্যান্টিব‌ডি ফর কো‌ভিড ১৯ পজে‌টিভ (+++)। আমরা উনার "GR COVID-19 Rapid Dot Blot IgG" পরীক্ষাও ক‌রে‌ছি। উইন সেখা‌নেও প‌জে‌টিভ অর্থাৎ উনার সি‌রোকনভার্সান হ‌য়ে‌ছে। উনার সকল পরীক্ষা উনার নি‌জের প্রতিষ্ঠান গণস্বাস্থ্য-আরএনএ বা‌য়ো‌টেক উদ্ভা‌বিত Rapid Testing Kit দি‌য়ে করা হ‌য়ে‌ছে। উনি বর্তমা‌নে কোভিড নে‌গে‌টিভ নিউমো‌নিয়া‌তে ভুগ‌ছেন। বাড়তি অক্সিজেন ছাড়াই তিনি অক্সিজেন স্যাচুরেশন ৯৫% রাখতে পেরেছেন।"

গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা শনাক্তে র‍্যাপিড টেস্টিং কিট দিয়ে পরীক্ষা করিয়ে গত ২৫ মে জাফরুল্লাহ চৌধুরী জানান, তিনি করোনাভাইরাসে আক্রান্ত। এ ছাড়া বিএসএমএমইউর পরীক্ষা থেকেও ২৮ মে তাঁর করোনা পজিটিভ আসে। ৭৯ বছর বয়স্ক এই চিকিৎসক মুক্তিযোদ্ধা ২৯ মে থেকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। করোনা মুক্ত হওয়ায় তিনি দেশবাসীর কা‌ছে কৃতজ্ঞতা জা‌নি‌য়ে‌ছেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ