বাংলাদেশের সাত জেলায় বন্যা পরিস্থিতির অবনতি: পানিবন্দি লাখ লাখ মানুষ
(last modified Sun, 28 Jun 2020 13:13:15 GMT )
জুন ২৮, ২০২০ ১৯:১৩ Asia/Dhaka

বাংলাদেশের ঋতু বৈচিত্রে এখন ভরা বর্ষাকাল। প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। বেড়েই চলেছে দেশের নদ-নদীর পানি। এরসাথে উজানে সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ী ঢলে প্লাবিত হচ্ছে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নতুন নতুন এলাকা। একইসাথে নদী ভাঙ্গন। এরইমধ্যে উত্তরের সাত জেলায় বন্যা পরিস্থির অবনতি হয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী দেশের পর্যবেক্ষণাধীন ১০১ টি পানি মাপক স্টেশনের মধ্যে ৮২ টি স্টেশনের পানি বৃদ্ধি পেয়েছে।   উজান থেকে নেমে আসা ঢল ও গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ কমাতে তিস্তা ব্যারাজের সবকটি গেট খুলে দেওয়া হয়েছে। ফলে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় গঙ্গাচড়ার চরাঞ্চলের প্রায় ৭৫০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে আমন বীজতলা, ভুট্টা ও বাদাম ক্ষেত। ইতিমধ্যে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক লক্ষ  মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট।

ওদিকে পানির তোড়ে ভাঙছে নদী তীর। রৌমারীর কর্ত্তিমারী, চিলমারীর নয়ারহাট, কুড়িগ্রাম সদরের মোগলবাসা ও সারডোব রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়ন এলাকায় ভাঙ্গন কবলিত হয়ে ভিটেমাটি হারিয়েছে প্রায় ২ শতাধিক পরিবার। এ ছাড়া ভাঙনের মুখে ঝুঁকিতে রয়েছে উলিপুর উপজেলার হাতিয়া, থেতরাই, বুড়াবুড়ি, বেগমগঞ্জ এলাকার মানুষ।

দেশে উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা সুনামগঞ্জ ও সিলেটেও  আগাম বন্যার লক্ষণ দেখা দিয়েছে। সুনামগঞ্জ পৌর সভার মেয়র নাদের বখত জানিয়েছেন, পৌর এলাকার ৮০ ভাগ বানের পানিতে তলিয়ে গেছে। আবাসিক এলাকায় ঘর-বাড়িতে পানি ঢুকে পড়েছে। তলিয়ে যাওয়া সড়কে নেমেছে নৌকা। 

জেলা প্রশাসক আবুল আহাদ জানিয়েছেন, পানিবন্দিদের উদ্ধারের জন্য নৌকার ব্যবস্থা করা হয়েছে।  তাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে।

বাংলাদেশের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

এ অবস্থায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের নেতা-কর্মীদের বন্যাদুর্গতের পাশে দাঁড়াতে আহবান জানিয়েছেন। আজ নিজ বাসভবন থেকে এক ব্রিফিংয়ে তিনি এ আহবান জানান।

এদিকে, বৃষ্টি ও উজানের ঢল অব্যাহত থাকলে, আগাম বন্যার আশঙ্কা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে  আবহাওয়া বিশেষজ্ঞরা। আজ সকালে বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে,  দেশের নয়টি জেলায় আগামী ২৪ ঘন্টায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

এই জেলাগুলো হলো, কুড়িগ্রাম,গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, সিলেট, নেত্রকোণা এবং সুনামগঞ্জ। তবে,  লালমনিরহাট ও নীলফামারী জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। এছাড়া দেশের সব নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। যা আগামী তিনদিন পর্যন্ত অব্যাহত থাকবে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/গাজী আবদুর রশীদ/২৮

ট্যাগ