জামালপুরের বন্যা পরিস্থিতি
(last modified Fri, 03 Jul 2020 11:00:45 GMT )
জুলাই ০৩, ২০২০ ১৭:০০ Asia/Dhaka

জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৭৭ সেন্টিমিটার ওপর দিতে প্রবাহিত হচ্ছে। পানি বাড়া অব্যাহত রয়েছে ব্রহ্মপুত্র, ঝিনাইসহ অন্যান্য শাখা নদীর পানিও। ফলে অপরিবর্তিত রয়েছে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি।

ব্রহ্মপুত্র নদের পানি বাড়ায় জামালপুর সদর উপজেলার কিছু নিচু এলাকায় বন্যা দেখা দিয়েছে। জেলার ৪২টি ইউনিয়নের তিন লাখেরও বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। নলকূপ তলিয়ে আছে। বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে। এসব এলাকার কাঁচা-পাকা সড়ক তলিয়ে থাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।#

সুত্র: Jamalpur News 

পার্সটুডে/মো.আবুসাঈদ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ