করোনার মহামারির ন্যায় বন্যা মোকাবিলায় সরকার উদাসীন ও নির্লিপ্ত: রিজভী
(last modified Sat, 18 Jul 2020 10:57:14 GMT )
জুলাই ১৮, ২০২০ ১৬:৫৭ Asia/Dhaka
  • রুহুল কবির রিজভী
    রুহুল কবির রিজভী

বাংলাদেশের বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে, করোনার সংক্রমণে অসুস্থ মানুষের প্রতি সরকার যেমন কোনো দায় বোধ করেনি ঠিক তেমনি বন্যা কবলিত লাখ লাখ অসহায় মানুষের প্রতিও সরকার ভ্রুক্ষেপহীন রয়েছে। 

আজ (শনিবার) নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন অভিযোগ করেন।

এ সময় রিজভী আহমেদ বলেন, বন্যাদুর্গতদের জন্য শুধুমাত্র লিপ সার্ভিস ছাড়া সরকার এখন পর্যন্ত কোন কার্যকর উদ্যোগই গ্রহণ করেনি। বন্যা উপদ্রুত মানুষগুলোর জন্য ত্রাণের ব্যবস্থা না থাকায় তারা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। করোনার মহামারি মোকাবিলায় অনাচার, অব্যবস্থাপনার ব্যর্থতার ন্যায় বন্যা মোকাবিলায় সরকার রয়েছে উদাসীন ও নির্লিপ্ত।

রিজভী বলেন, করোনা মহামারি মোকাবেলায় ক্ষমাহীন ব্যর্থতা, করোনার টেস্ট জালিয়াতি ও ভয়াবহ বন্যার দুর্যোগ ধামাচাপা দেওয়ার জন্য নানা ইস্যু তৈরি করে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে সরকার।

তিনি বলেন, ২৩ দিন ধরে অতিবাহিত হওয়া বন্যা পরিস্থিতির এখনও কোন উন্নতি নেই। বরং দিনকে দিন বন্যা প্রলয়ংকারী রূপধারণ করছে। অস্বাভাবিকভাবে তীব্র ও দীর্ঘস্থায়ী এই বন্যার কবলে প্রায় ২০-২৫টি জেলার বিস্তৃর্ণ অঞ্চল পানিতে ডুবে গেছে। দেশের অধিকাংশ নদনদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

‘বন্যা মোকাবিলায় সরকারি উদ্যোগ অপ্রতুল’

ওদিকে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছেন, বন্যার্ত মানুষ সরকারি উদ্যোগের দিকে তাকিয়ে আছেন। কিন্তু সরকারি উদ্যোগ প্রয়োজনের তুলনায় অপ্রতুল। 

আজ (শনিবার) পার্টির ‘কোভিড-১৯ রেসপন্স টিমের এক ভার্চুয়াল সভায় সিপিবির নেতৃবৃন্দ বলেন,  বন্যা মোকাবিলায় সরকারের আগাম প্রস্তুতি না থাকায়, ক্ষয়-ক্ষতির পরিমাণ অনেক বেড়ে গেছে। করোনা-মহামারির মাঝে বন্যা মোকাবিলায় বেসরকারি-সামাজিক নানা উদ্যোগের ঘাটতি দেখা যাচ্ছে।

বাম জোটের কর্মসূচি সফল করার আহ্বান

ওদিকে, সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সোমবার সকাল ১১টায় ‘বঙ্গভবন থেকে গণভবন মানবপ্রাচীর’ কর্মসূচি এবং সব জেলা সদরে মানববন্ধন কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, পাট ও পাটশিল্প রক্ষায় দেশপ্রেমিক জনতাকে যার যার অবস্থান থেকে রাজপথে নেমে আসতে হবে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ