বন্যা দীর্ঘ হতে পারে: আগাম প্রস্তুতি সরকারের, ত্রাণের হাহাকার পানিবন্দি মানুষের
(last modified Sat, 25 Jul 2020 13:21:56 GMT )
জুলাই ২৫, ২০২০ ১৯:২১ Asia/Dhaka

বাংলাদেশে বন্যা পরিস্থিতির শিগগিরই উন্নতির কোনো সম্ভাবনা নেই। চলমান বন্যায় দেশের ৩১ জেলার ১৪৭ উপজেলা প্লাবিত হয়েছে। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা থাকায় আগামী ২১ দিনের আগাম প্রস্তুতি নিয়েছে সরকার।

শনিবার (২৫ জুলাই) সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ডা. এনামুর রহমান।

আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, সীমান্তের ওপারে   প্রচুর বৃষ্টি হচ্ছে। ওপারের বৃষ্টির সেই পানির ঢল বাংলাদেশের ওপর দিয়ে  প্রবাহিত হবার কারণে বন্যা আরো কিছুদিন থাকবে।

আট জেলায় বন্যা পরিস্থিতির অবনতি: ত্রাণের জন্য হাহাকার

এদিকে নদ-নদীর পানি বৃদ্ধির কারণে দেশের ৮ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির দিকে। পানিবন্দি কয়েক লাখ মানুষ। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিদারুণ কষ্টে রয়েছেন নদীপাড়ের মানুষ। রয়েছে ত্রাণের জন্য হাহাকার।

সিরাজগঞ্জে যমুনার পানি যেমন বাড়ছে, সাথে ভাঙনও তীব্র হচ্ছে। সদর উপজেলার সিমলা পাঁচঠাকুরিতে স্পার বাঁধের মাটির অংশের দুইশ মিটার ধসে গেছে। জামালপুরে বালিজুড়ি ইউনিয়নে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৫শ মিটার অংশ ভেঙে গেছে।

পানিতে তলিয়ে যাওয়ায় ঢাকা-শরীয়তপুর সড়ক তিন দিন ধরে যোগাযোগ বন্ধ। বিচ্ছিন্ন হয়ে গেছে জাজিরা উপজেলার সাথে নড়িয়া সড়ক যোগাযোগও। মাদারীপুরের ৬০টি ইউনিয়নের মধ্যে ৩২টিই এখন পানির তলায়।

সুনামগঞ্জ ও আশেপাশের এলাকায় পানি কমতে শুরু করলেও এখনও পানিতে তলিয়ে ৪টি উপজেলার ২৫টি ইউনিয়ন।

পদ্মাসেতুর মাওয়া পয়েন্টে নদী যেভাবে ফুলে-ফেঁপে উঠেছে সেটা  গত ১০ বছরে রেকর্ড বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আর গত ১০০ বছরে সর্বোচ্চ যে পানির রেকর্ড সেটিও ছুঁই ছুঁই করছে।

পদ্মা সেতুতে স্প্যান বসানো যাচ্ছে না-স্রোতের তীব্রতায়

পদ্মায় তীব্র স্রোতের কারণে স্প্যান বসানো যাচ্ছে না (ফাইল ফটো)

এদিকে স্রোতের তীব্রতার কারণে মাসখানেক ধরে পদ্মা সেতুতে কোনো স্প্যান বসানো যাচ্ছে না। নদীর প্রতিকূল পানিপ্রবাহ সেতুর কাজে বাধা সৃষ্টি করছে বলে জানিয়েছেন  পদ্মাসেতু প্রকল্প কর্মকর্তারা।  প্রকল্প কর্মকর্তারা জানান, পানি এখনও বাড়ছে। গতবারের পানির লেভেলের তুলনায় এ বছর ৩০ সেন্টিমিটার (১ ফুট) বেশি উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। পানির পিক স্পিড ৩ দশমিক শূন্য ২ মিটার/সেকেন্ড। আর পদ্মায় যেখানে সেতু নির্মাণ চলছে সেই এলাকায় স্রোতের তীব্রতা আরও ভয়াবহ। সেখানে সেকেন্ডে ৩ দশমিক ৭৮ থেকে ৪ দশমিক ২৫ মিটার/সেকেন্ড গতিতে বিপৎসীমার ৭০ সেমি উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

১৯ নদীর ৩০ পয়েন্টে পানি বিপৎসীমার উপরে

বাংলাদেশের বন্যা পরিস্থিতি

ওদিকে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ১৯টি নদীর ৩০টি পয়েন্টে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ঢাকার আশপাশের নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এছাড়াও মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, শরীয়তপুরে বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। আর টাঙ্গাইল, কুড়িগ্রাম, গাইবান্ধাসহ বেশকিছু স্থানে অবনতির আভাস দেওয়া হয়েছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/গাজী আবদুর রশীদ/২৫

 

ট্যাগ