বাংলাদেশে মৌসুমি বায়ু ও লঘুচাপে বিরামহীন বৃষ্টি: প্লাবিত দক্ষিণাঞ্চল
(last modified Sat, 22 Aug 2020 13:40:45 GMT )
আগস্ট ২২, ২০২০ ১৯:৪০ Asia/Dhaka

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ,সক্রিয় মৌসুমি বায়ু আর ভাদ্র মাসের অমাবস্যার প্রভাব সব মিলে বৈরী আবহাওয়ায় টানা বৃষ্টিপাত ও বায়ুতাড়িত জোয়ারে প্লাবিত হয়ছে দেশের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলো।

 জোয়ারে  ফুলে ওঠা  নদ-নদীর তীব্র  স্রোতে  ভেঙ্গে পড়ছে  পাড়। বেড়ি বাঁধ ভেঙ্গে পানি ঢুকছে  গ্রাম ও লোকালয়ে।  

বরিশাল ও খুলনা বিভাগের বরিশাল,ভোলা,বরগুনা,ঝালকাঠি,পটুয়াখালী, খুলনা,সাতক্ষীরা  ও বাগেরহাট জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কাঁচা ঘরবাড়ি তলিয়ে গেছে। ভেসে গেছে মাছের  ঘের ও পুকুর। আমন বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। চরম দুর্ভোগে পড়েছে  উপকূলীয় জেলার লক্ষ লক্ষ মানুষ।

আবহাওয়া অধিদপ্তর সমুদ্র উপকূলীয় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়ে মংলা,পায়রা, চট্টগ্রাম ও  কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছে। 

প্লাবিত  বাংলাদেশের দক্ষিণাঞ্চল

আজ শনিবার উপকূলীয় বন্যা সম্পর্কিত বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের দক্ষিণ-পূর্ব পার্বত্য এবং দক্ষিণ-পশ্চিম উপকূলীয়ও দক্ষিণ-মধ্য অঞ্চলে গত  সপ্তাহ থেকে  মাঝারি থেকে ভারী (৪৪ মি.মি. -৮৮ মি.মি.) ও কিছু স্থানে অতিভারী (>১০০ মি.মি.) বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

একইসাথে উত্তর-মধ্য বঙ্গোপসাগরে লঘু নিম্নচাপ অমাবস্যার প্রভাবে সাগরে ̄স্বাভাবিকের চেয়ে ১-২ ফুট অধিক উচ্চতার জোয়ার দেখা যাচ্ছে। এ অবস্থা আরো তিন-চার দিন থাকবে  বলে জানিয়েছে আওহাওয়া অধিদপ্তর ।

পদ্মায়  ফেরি চলাচল ব্যহত

ওদিকে,পদ্মা নদীতে  তীব্র  স্রোত ও  চ্যানেলের  অনেক স্থানে বালু জমে  প্রতিবন্ধকতা  সৃষ্টি  হওয়ায়  মানিকগঞ্জের পাটুরিয়া এং  মুন্সিগঞ্জের  শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলচল ব্যাহত হচ্ছে। এ অবস্থায়  ঝুঁকি নিয়েই লঞ্চ ও স্পিডবোটে  যাত্রীরা পারাপার হচ্ছে। তবে,লঞ্চগুলোরও গন্তব্যে পৌঁছাতে সময় বেশি লাগছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/গাজী আবদুর রশীদ/২২

 

ট্যাগ