নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বাহিনী
(last modified Tue, 08 Sep 2020 05:29:41 GMT )
সেপ্টেম্বর ০৮, ২০২০ ১১:২৯ Asia/Dhaka
  • মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)
    মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)। গতকাল (সোমবার) সন্ধ্যায় মো. ইউসুফ নামের ওই ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়া হয়। ইউসুফ নাইক্ষ্যংছড়ির ফুলতলী গ্রামের সোলেমানের ছেলে।

স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ির ফুলতলী-জারুলিয়াছড়িস্থ নো ম্যানস ল্যান্ডের ৪৭ নম্বর পিলার এলাকায় গবাদিপশু বিচরণ করলে গেলে ইউসুফকে ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী।

সীমান্তবাসী বলছে, সন্ধ্যায় ইউসুফকে ধরে নিয়ে যাওয়ার আগে বিকেলে হাত-পা বেঁধে সীমান্তে ফেলে রেখেছিল মিয়ানমার বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন কচি বলেন, ‘এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। বিষয়টি নিয়ে সীমান্তের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।’

এর আগে গত বছরের ১৬ এপ্রিল কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে একটি ট্রলারসহ চার বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির পক্ষ থেকে যোগাযোগ করে প্রতিবাদ জানানো হয়।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৮

 

 

ট্যাগ