বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত ও প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i84343-বাংলাদেশে_বিশ্ববিদ্যালয়_পর্যায়ে_গুচ্ছ_পদ্ধতিতে_ভর্তি_পরীক্ষার_সিদ্ধান্ত_ও_প্রতিক্রিয়া
বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের ভোগান্তি নিরসন, আর্থিক সাশ্রয়, পরীক্ষাকালীন আবাসন সমস্যা নিরসনসহ নানা বিষয় বিবেচনায় রেখে ভর্তি পরীক্ষা সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে নেয়ার ব্যাপারে মত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
নভেম্বর ০২, ২০২০ ১৮:১৭ Asia/Dhaka

বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের ভোগান্তি নিরসন, আর্থিক সাশ্রয়, পরীক্ষাকালীন আবাসন সমস্যা নিরসনসহ নানা বিষয় বিবেচনায় রেখে ভর্তি পরীক্ষা সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে নেয়ার ব্যাপারে মত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

রোববার (১ নভেম্বর) চার পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ভর্তি পদ্ধতি পর্যালোচনা সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় সভাপতির বক্তব্যে  শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে নেওয়ার জন্য চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের প্রতি আহ্বান জানিয়েছেন

এদিকে, শিক্ষার্থী ও অভিভাবকদের সমস্যা নিরসনে এবং বিশেষতঃ করোনা সংকটকে বিবেচনায় নিয়ে ভর্তি পরীক্ষা গ্রহণ এবং এর স্বচ্ছতা, মান নিশ্চিত করতে গ্রহণযোগ্য পদ্ধতি অবলম্বনের জন্য নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করার বিষয়ে একমত পোষণ করেছেন চার পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

ড. আ ন ম এহসানুল হক মিলন

এ প্রসঙ্গে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন রেডিও তেহরানকে বলেছেন, শিক্ষা হচ্ছে এখন একটা আন্তর্জাতিক বিষয়। করোনাকালে বিশ্বের অন্য দেশগুলি কি করছে তা অনুসরণ করলেই এত  তর্ক বিতর্ক হবার দরকার নেই। উচ্চ শিক্ষার প্রবেশদ্বার দিয়ে ঢুকতে একটা মূল্যায়ন পরীক্ষা হতেই হবে। আর সে জন্য সমন্বিত পরীক্ষা হওয়া বাঞ্ছনীয়।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গতকাল ভিসিদের সাথে ভার্চুয়াল সভায় উল্লেখ করেছেন, চলতি বছর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের একই সময়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য গণপরিবহনে ব্যাপক যাতায়াতের ফলে করোনার প্রকোপ বৃদ্ধির সম্ভাবনা থেকেই যাচ্ছে। তাই ঝুঁকি কমাতে সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার বিষয়টি অপরিহার্য হয়ে উঠেছে। এ বিষয় তিনি বিশ্ববিদ্যালয়গুলোর তরফ থেকে ইতিবাচক সিদ্ধান্ত প্রত্যাশা করেছেন।

গতকালের এ ভার্চুয়াল সভায় আরও যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আখতারুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুস সোবহান এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সত্য প্রসাদ।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।