বিএনপির রাজনীতি লাইফ সাপোর্টে আছে: ওবায়দুল কাদের
(last modified Sat, 07 Nov 2020 13:28:06 GMT )
নভেম্বর ০৭, ২০২০ ১৯:২৮ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার কারণে বিএনপির রাজনীতি অস্তিত্ব সংকটে পড়ে এখন লাইফ সাপোর্টে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ (শনিবার) সকালে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন। নিজ দলের নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের  বলেন ‘আওয়ামী লীগের জন্য তৃণমূল থেকে ডেডিকেটেড কর্মীদের তুলে আনতে হবে। দলকে শক্তিশালী করতে হলে নিবেদিতপ্রাণ কর্মীদের এগিয়ে আনতে হবে।’

এসময় ওবায়দুল কাদের আরো বলেন, ‘ধর্ষকের মতো নরপশুদের জন্য আওয়ামী লীগের দরজা চিরতরে বন্ধ। মাদকসেবী, মাদক ব্যবসায়ী, সাম্প্রদায়িক অপশক্তি, চিহ্নিত অপরাধী, চাঁদাবাজ, ভূমি দখলকারী, নারী অবমাননাকারী এবং নারী ধর্ষণকারী ব্যক্তিদের বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।’

মন্ত্রী আরো বলেন, ‘শেখ হাসিনার সরকার অপরাধীদের প্রশয় দেয় না। দলীয় পরিচয়েও কেউ রক্ষা পায় না। বাংলাদেশের জনগণই আওয়ামী লীগের অস্তিত্বের শেকড়। জনগণ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সাথে আছে।’#

পার্সটুডে/আবদুর রহমান খান/এনএম/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ