লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি নিহত
(last modified Fri, 15 Jan 2021 15:33:21 GMT )
জানুয়ারি ১৫, ২০২১ ২১:৩৩ Asia/Dhaka
  • লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি নিহত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোঁড়া রাবার বুলেটে আবারো এক বাংলাদেশি খুন হয়েছেন উত্তরের জেলা লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে। নিহত যুবকের নাম আবুলকালাম আজাদ (৩০)। তিনি শ্রীরামপুর ইউনিয়নের ঝালাঙ্গী গ্রামের জয়নুল আবেদীনের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানা গেছে, শুক্রবার (১৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে আবুল কালাম আজাদসহ ৫/৬ জনের একটি দল পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে  ৮৪৮ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব পিলারের নিকট দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় গরু আনতে যায়। এ সময় ভারতের কুচবিহার জেলার ১৪০ বিএসএফ ব্যাটালিয়নের ডোরাডাবরী ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোঁড়ে। এতে আবুল কালাম আজাদের গলা ও মাথায় জখম হয়। তার সঙ্গীরা তাকে উদ্ধার করে রংপুরে চিকিৎসার জন্য নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

৬১ বিজিবি ব্যাটালিয়নের ঝালাঙ্গী বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার জালাল সর্দার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ