সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: জীববৈচিত্র্য মহাসংকটে
(last modified Tue, 23 Feb 2021 14:07:46 GMT )
ফেব্রুয়ারি ২৩, ২০২১ ২০:০৭ Asia/Dhaka

অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ‘স্মার্ট প্যাট্রলিং’ আর জেলে-বনজীবীদের প্রবেশ নিষিদ্ধ করে ঠেকানো যাচ্ছে না সুন্দরবনে বাঘ ও হরিণ হত্যা। এরই মধ্যে নতুন উপদ্রব দেখা দিয়েছে খালে বিষ দিয়ে মাছ শিকার।

সুন্দরবনের ভেতর দিয়ে প্রবাহিত ছোট বড় ৪৫০টি নদ-নদী ও খালে রয়েছে বিলুপ্তপ্রায় প্রজাতির ইরাবতীসহ ৬ প্রজাতির ডলফিন,২১০ প্রজাতির সাদা মাছ,২৪ প্রজাতির চিংড়ি,১৪ প্রজাতির কাঁকড়া,৪৩ প্রজাতির মলাস্কা ও ১ প্রজাতির লবস্টার। এরই মধ্যে সুন্দরবন থেকে হারিয়ে গেছে ১ প্রজাতির বন্যমহিষ,২ প্রজাতির হরিণ,২ প্রজাতির গন্ডার,১ প্রজাতির মিঠা পানির কুমির।

করোনাকালে গতবছর ২৬ মার্চ থেকে ৫ নভেম্বর পর্যন্ত গোটা সুন্দরবনে সর্বোচ্চ সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি করে পর্যটক,জেলে-বনজীবীদের সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ করে বন বিভাগ।

এ নিষিদ্ধ সময়ের মধ্যেও একশ্রেণির জেলে বৈধ-অবৈধ পথে সুন্দরবনে ঢুকে অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণ মাছ  শিকারের  উদ্দেশ্যে   খালের পানিতে  বিষ দিয়ে মাছ আহরণ করে আসছে।  এরকম একজন জেলে  জানিয়েছে, একটি খালের মাছ মারার জন্য প্রশাসনকে এক থেকে দেড় লাখ  টাকা  দিতে হয়।

সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকার

ওদিকে,গত ছয় মাসে সুন্দরবনের বিভিন্ন খালে বিষ দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ আহরণ করার সময় ১০ ‘বিষসন্ত্রাসী’কে গ্রেফতারও করেছে বন বিভাগ। বন বিভাগের কর্মকর্তাদের দাবি তারা  বনের খাল ও নদীতে পাহারা  বৃদ্ধি  ছাড়াও  স্থানীয়দের মাঝে সচেতনতা সৃষ্টিতে  কাজ করছেন।

পরিবেশবাদিরা বলছেন, খালে বিষ দিয়ে মাছ আহরণের ফলে সুন্দরবনের ছোট বড় সব প্রজাতির মাছ মারা যাওয়ার পাশাপাশি মারা পড়ছে রপ্তানিপণ্য বিশ্বখ্যাত শিলা কাঁকড়াসহ অন্যসব জলজপ্রাণী।   খালের পানিতে মিশ্রিত  বিষ আশপাশের   এলাকায় ছড়িয়ে পড়ার কারণে   সেসব  এলাকার জীববৈচিত্র্যের ওপরও মারাত্মক প্রভাব পড়ছে।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, সুন্দরবনের বাংলাদেশ অংশে চারটি রেঞ্জের ১৮টি রাজস্ব অফিস এবং  টহল ফাঁড়িগুলোয় জনবলের সংখ্যা মাত্র ৮৮৯। এর মধ্যে কেবল পূর্ব বিভাগেই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য রয়েছে। এরকম  অপ্রতুল জনবল দিয়ে সুন্দরবন রক্ষায় বন বিভাগকে তৎপরতা চালাতে হচ্ছে।  ফলে   সকল নদী-খালে  সার্বক্ষণিক নজরদারি করাও সম্ভব হচ্ছে না। #

পার্সটুডে/আবদুর রহমান খান/গাজী আবদুর রশীদ

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ