ভারতীয় ভেরিয়েন্টে বাংলাদেশে প্রথম মৃত্যু, করোনাভাইরাসের চারটি ধরন শনাক্ত
করোনাভাইরাসের ভারতীয় ভেরিয়েন্টে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আজ (সোমবার) এ সংস্থাটি জানিয়েছে, ভারতে চিকিৎসা শেষে দেশ ফিরে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় মারা যাওয়া দুই ক্যান্সার আক্রান্ত রোগীর একজন করোনার ভারতীয় ভেরিয়েন্টে আক্রান্ত ছিলেন।
প্রতিবেশী দেশ ভারতে সংক্রমণের তুঙ্গে থাকা করোনাভাইরাসের ‘ভারতীয় ভেরিয়েন্ট’ গত ৮ মে প্রথমবারের মতো বাংলাদেশে শনাক্ত হয়। ভারতফেরত ছয়জনের শরীরে এই ভেরিয়েন্ট শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছিল আইইডিসিআর। বেশ কিছুদিন ধরে সরকার ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনার ভারতীয় ভেরিয়েন্ট সম্পর্কে সতর্ক করে আসছিল। বলা হচ্ছিল, এই ভেরিয়েন্ট দেশে ঢুকলে বিপদ অনেক বেশি হবে।

ভারতীয় ধরণটি ঠেকাতে সীমান্ত বন্ধ রাখা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
এদিকে, বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক করোনার ভারতীয় ধরণটিকে “খুবই মারাত্মক” উল্লেখ করে বলেছেন করোনা ভাইরাসের ভারতীয় এ ধরণটি বাংলাদেশে খুব বেশি ছড়ায়নি।
সোমবার এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ভারতীয় ধরণটি ঠেকাতে ভারতের সাথে সীমান্ত বন্ধ রাখা হয়েছে। ভারতে অবস্থা স্বাভাবিকই না হওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে। তাছাড়া দেশে দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
এসময় তিনি উল্লেখ করেন, করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়ে সরকার চিন্তিত। অবকাঠামো থাকলেও দেশে টিকা তৈরিতে চার থেকে পাঁচ মাস সময় লাগবে। আর এরই মধ্যে চীন থেকে পাওয়া করোনার টিকা আগামী ২৫ মে থেকে প্রয়োগ শুরুর করার পরিকল্পনা করা হচ্ছে বলেও এ সময় জানান তিনি।

পুলিশকে বিচারিক ক্ষমতা দেওয়া বুমেরাং হবে: ফখরুল
এদিকে, দেশে করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে পুলিশকে বিচারিক ক্ষমতা দেওয়া বুমেরাং হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এটা করোনার জন্য আরেকটা বুমেরাং হবে। পুলিশ কী করবে আমরা জানি। মাঝখান থেকে যা হবে দেশের জনগণের হয়রানি আরও বাড়বে।’
আজ (সোমবার) সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মির্জা ফখরুল। এ সময় জেলা বিএনপির শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপি মহাসচিব বলেন, করোনাকে আন্তরিকভাবে নিয়ন্ত্রণ করার ও প্রতিরোধের কোনো ইচ্ছাই নেই সরকারের। উল্টো নানা সুবিধা নেওয়াসহ হাসপাতালগুলোতে দুর্নীতির একটি বিরাট সুযোগ সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীর ঘোষণাকৃত প্রণোদনার টাকা লুটপাট করে খায়। আমরা বলার পরেও অন্যান্য রাজনৈতিক দলসহ কাউকে সম্পৃক্তের চিন্তাও করেনি। এটি করলে সচেতনতা সৃষ্টি করা সহজ হতো বলে মনে করেন বিএনপির এ শীর্ষ নেতা।
মির্জা ফখরুল আরও বলেন, ‘মানুষ খেতে পারছে না। অথচ তাদের বলা হচ্ছে ঘরে বসে থাকো। তারা বসে থাকবে, তবে সেই ব্যবস্থা তো সরকারকে নিতে হবে। কিন্তু সরকার কোনো ব্যবস্থা না করেই মানুষকে জোর করে ঘরে রাখতে ব্যর্থ চেষ্টাকরছে।’তিনি বলেন, সরকারের উদাসীনতা, অজ্ঞতা, দুর্নীতিগ্রস্ততায় লাকডাউন এখন ক্র্যাকডাউন করছে।
করোনাভাইরাসের চারটি ধরন শনাক্ত
এদিকে, বাংলাদেশে ভারতীয় ভেরিয়েন্টসহ করোনাভাইরাসের চারটি ধরন শনাক্ত হয়েছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর ওয়েবসাইটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি আইইডিসিআর, আইসিডিডিআর বি ও ইনস্টিটিউট ফর ডেভেলপিং হেলথ সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ (আইদেশি) যৌথভাবে প্রায় ২০০টি কভিড-১৯ নমুনার সিকোস্লেপিংস করেছে। এতে বি. ১.১.৭ (যুক্তরাজ্য ভেরিয়েন্ট), বি.১.৩৫১ (সাউথ আফ্রিকা ভেরিয়েন্ট), বি.১.৫২৫ (নাইজেরিয়া ভেরিয়েন্ট) ও বি.১.৬১৭.২ (ভারত ভেরিয়েন্ট) শনাক্ত হয়েছে।
আইইডিসিআর ভারত থেকে আসা ব্যক্তিদের মধ্যে রোগতাত্ত্বিক তদন্ত ও সন্দেহজনক রোগীদের জিনোম সিকোয়েন্সিং করছে। এরই ধারাবাহিকতায় আইইডিসিআর এপ্রিল মাসে ভারত থেকে আসা ২৬ সন্দেহজনক করোনা রোগীর নমুনা পরীক্ষা করে।
এতে ছয়জনের নমুনায় বি.১.৬১৭.২ (ভারত ভেরিয়েন্ট) শনাক্ত হয়। এই ভেরিয়েন্টকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভেরিয়েট অব কনসার্ন (VOC) হিসেবে ঘোষণা দিয়েছে। এটি বাংলাদেশসহ বিশ্বের ৪৪টি দেশে শনাক্ত হয়েছে। আক্রান্ত রোগীদের সবারই গত ১ থেকে ২৫ এপ্রিলের মধ্যে ভারতে (চেন্নাই, ব্যাঙ্গালোর, হরিয়ানা, এবং পশ্চিমবঙ্গ) চিকিৎসার উদ্দেশে ভ্রমণের ইতিহাস রয়েছে। এই ছয়জনের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য এবং এদের বয়স ৫ থেকে ৭৫ বছরের মধ্যে। তারা সবাই এপ্রিলের শেষ সপ্তাহে বাংলাদেশে প্রবেশ করেন।
আক্রান্তরা সবাই বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে ছিলেন। এদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি ক্যান্সারসহ অন্যান্য জটিল রোগে ভুগছিলেন এবং আজ তার মৃত্যুর প্রকাশ করা হয়েছে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।