বাংলাদেশি পাসপোর্টে পরিবর্তন এলেও ইসরাইল ভ্রমণে নিষেধাজ্ঞা থাকছে
(last modified Sun, 23 May 2021 17:08:03 GMT )
মে ২৩, ২০২১ ২৩:০৮ Asia/Dhaka
  • বাংলাদেশি পাসপোর্টে পরিবর্তন এলেও ইসরাইল ভ্রমণে নিষেধাজ্ঞা থাকছে

বাংলাদেশি পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরাইল’ উঠিয়ে দেওয়া হলেও দেশটিতে প্রবেশে বাংলাদেশের নীতিগত অবস্থান আগের মতোই থাকছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ (রোববার) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ইসরাইলে ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়ে কোনো পরিবর্তন আসেনি।

বাংলাদেশি পাসপোর্টে আগে লেখা থাকতো ‘‘This passport is valid for all countries of the world except Israel’ (বিশ্বের যেকোনো দেশের জন্য এই পাসপোর্ট কার্যকর থাকবে, শুধু ইসরাইল ছাড়া)। তবে সম্প্রতি ইস্যুকৃত কিছু ই-পাসপোর্টে দেখা গেছে, সেখানে ‘This passport is valid for all countries of the world. (বিশ্বের যেকোনো দেশের জন্য এই পাসপোর্ট কার্যকর থাকবে)। সেখানে’ ‘এক্সসেপ্ট ইসরাইল’ বা ‘ইসরাইল ব্যতীত’ শব্দ দুটি অনুপস্থিত। 

বাংলাদেশ সরকারের ইস্যু করা নতুন পাসপোর্ট সংশোধনের প্রেক্ষিতে সন্তোষ প্রকাশ করেছেন ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপমহাপরিচালক গিলাড কোহেন। 

তিনি এক টুইটার পোস্টে লিখেছেন, “অনেক বড় খবর। বাংলাদেশ ইসরাইলের সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে। এবার বাংলাদেশ ও ইসরাইলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করলে উভয় দেশের জনগণ লাভবান হবে।" তিনি ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন। 

গিলাড কোহেনের টুইট

এ বিষয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইসরাইল ভ্রমণে নিষেধাজ্ঞা বলবৎ আছে এবং ইসরাইলের প্রতি বাংলাদেশের অবস্থান বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। 

বিষয়টি সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন আজ গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ তার ইসরাইল নীতি পরিবর্তন করেনি। নতুন পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ (except Israel) না লেখার অর্থ এই নয় যে, বাংলাদেশ তার অবস্থান পরিবর্তন করেছে। বাংলাদেশ এখনো ইসরাইলকে স্বীকৃতি দেয়নি।

তিনি বলেন, “আমরা ই-পাসপোর্ট চালু করেছি। খুব স্ট্যান্ডার্ড পাসপোর্ট আমরা তৈরি করেছি। প্রায় ছয় মাস আগে আমরা যখন ই-পাসপোর্ট তৈরি করি, তখন ওখানে যে একটা সিল লাগানো হত, অল কান্ট্রিজ এক্সসেপ্ট ইসরায়েল, ওটা ডিলিট করেছি। এটা পাসপোর্টের স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য। এই ডিলিট ডাজ নট মিন, আমাদের পররাষ্ট্র নীতিতে কোনো পরিবর্তন হয়েছে।”

ড. একে আবদুল মোমেন

বাংলাদেশ সেই নীতিতেই অটল আছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ”আমরা এখনো ইসরায়েলকে রিকগনাইজ করি নাই এবং প্যালেস্টাইনের স্বপক্ষে এখনো অত্যন্ত সোচ্চার। আমরা বিশ্বাস করি যে, টু-স্টেট সলিউশন, ১৯৬৭ সালের বর্ডার ছিল, আল কুসেন আল শরীফ প্যালেস্টাইনের ক্যাপিটাল হবে। সেটাতে একই অবস্থানে আমরা আছি। সুতরাং ইট ইজ নট এ বিগ ডিল।”

পাসপোর্টে পরিবর্তনের বিষয়ে ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ুব চৌধুরী গণমাধ্যমকে বলেন, সরকারের সিদ্ধান্তের আলোকে এটা হয়েছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ