বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘একসেপ্ট ইসরাইল’ বাদ: ‘অন্য দেশের প্রভাব থাকতে পারে’
(last modified Tue, 25 May 2021 14:36:40 GMT )
মে ২৫, ২০২১ ২০:৩৬ Asia/Dhaka

বাংলাদেশের ঘোষিত নীতি অনুযায়ী আমরা ফিলিস্তিনের মুক্তি আন্দোলনকে সমর্থন করি। সেখানে বাংলাদেশের পাসপোর্ট সংশোধন করে ইসরাইল ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞ তুলে নেওয়া সেই ঘোষিত নীতির পরিপন্থি। এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আকমল হোসেন ।

রেডিও তেহরানের সাথে বিশেষ সাক্ষাৎকারে অধ্যাপক ড. আকমল হোসেন বলেছেন, মধ্যপ্রাচ্যে ইসরাইল একটি উগ্র সাম্প্রদায়িকগোষ্ঠী  যারা  তাদের সম্প্রসারণবাদী  আগ্রাসী  নীতির মাধ্যমে  ফিলিস্তিনের ভূমি দখল করছে,নিরীহ শিশু,নারীদের হত্যা করছে। বিশ্বের মুসলিম দেশগুলোর সাথে ফিলিস্তিন নিয়েই  ইসরাইলের সাথে  প্রধান বিরোধ ।

এ আন্তর্জাতিক  সম্পর্ক বিশ্লেষক  আরো বলেন, মধ্যপ্রাচ্যের  দেশগুলির মাঝে সম্পর্কের  ক্ষেত্রে পরিবর্তন  আসছে। মধ্যপ্রাচ্যে   আমেরিকার নীতি কৌশলের সাথে  সৌদি  আরবের সহযোগিতার  কারণে  কয়েকটি  মুসলিম  দেশ এরইমধ্যে ইসরাইলের সাথে সম্পর্ক   গড়ে  তুলেছে। এ ক্ষেত্রে  উল্লেখিত দুই দেশ বাংলাদেশের ওপর ও প্রভাব খাটাতে পারে।

বাংলাদেশের পাসপোর্টে পরিবর্তন

অধ্যাপক আকমল এমন মন্তব্য করলেও বাংলাদেশ সরকারের তিন প্রভাবশালী মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সুনির্দিষ্টভাবে বলেছেন যে, ইসরাইল ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয় নি।

আরব অনৈক্য

এদিকে,বাংলাদেশ পুলিশের সাবেক ইন্সপেক্টর জেনারেল,এ কে এম শহীদুল হক আজ সংবাদপত্রে এক বিশ্লেষণধর্মী  নিবন্ধে উল্লেখ করেছেন,অধিকাংশ আরব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে নানা কারণে সুসম্পর্ক রাখে। তাদের কাছ থেকে অস্ত্র কিনলেও শর্ত থাকে- ইসরায়েলের বিরুদ্ধে সে অস্ত্র ব্যবহার করা যাবেনা। যুক্তরাষ্ট্র রুষ্ট হলে তাদের গদি থাকবে না। যুক্তরাষ্ট্র রাজতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিলে অনেক দেশের রাজা-বাদশাহ বা আমিরদের ক্ষমতার গদি নড়বড়ে হয়ে যাবে- এ আশঙ্কায়ও কোনো কোনো ক্ষমতাসীন কৌশলগত অবস্থান নেন।

মধ্যপ্রাচ্যে ইসরায়েল এখন অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে। একমাত্র ইরানই পারে ইসরায়েলকে মোকাবেলা করতে।  তুরস্কও সামরিকভাবে শক্তিশালী। হয়তো অন্যান্য আরব দেশের আগ্রহের অভাবে তারাও ঝুঁকি নিতে চায় না;নীরব

থাকে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/গাজী আবদুর রশীদ/২৫

ট্যাগ