উত্তরের নদ-নদীতে দ্রুত পানি বাড়ছে, আগাম বন্যার আশংকা
(last modified Fri, 02 Jul 2021 13:59:23 GMT )
জুলাই ০২, ২০২১ ১৯:৫৯ Asia/Dhaka
  • উত্তরের নদ-নদীতে দ্রুত পানি বাড়ছে, আগাম বন্যার আশংকা

কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমারসহ সবগুলো নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। প্লাবিত হয়েছে নদ-নদীর তীরবর্তী নীচু এলাকাগুলো। বিঘ্নিত হয়ে পড়েছে অনেক এলাকার যোগাযোগ ব্যবস্থা। তলিয়ে গেছে এসব এলাকার সবজি ক্ষেত। এছাড়া পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তিস্তা নদীর দুই পাড় জুড়ে শুরু হয়েছে ভাঙ্গন।

এভাবে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যার আশঙ্কা করছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে জেলার সবগুলো নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এখনও বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও তিস্তা নদীর ভাঙন প্রবণ এলাকা পরিদর্শন করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে বলে জানান তিনি।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে দ্রুত গতিতে বাড়ছে।

শুক্রবার (০২ জুলাই) দুপুরে নদীর হার্ডপয়েন্ট এলাকায় পানির গভীরতা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ০৫ সেন্টিমিটার।  ৩৬ ঘণ্টায় পানি বেড়েছে ৫৭ সেন্টিমিটার। তবে পানিপ্রবাহ এখনো বিপদ সীমার এক দশমিক ৩০ সেন্টিমিটার নিচে রয়েছে।  

পাউবো সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে দ্রুত গতিতে পানি বাড়ছে। আগামী ১০-১২ জুলাই পর্যন্ত পানি বাড়ার গতি অব্যাহত থাকবে। এ সময়ের মধ্যে সিরাজগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করবে বলে আশংকা করা হচ্ছে।

আবহাওয়াবিদগণ বলছেন, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করায়  গত কয়েকদিন ধরে দেশের প্রায় সবগুলি জেলায় বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ (শুক্রবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারেআজ সকাল নটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায়  সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ১১০ মিলিমিটার। এছাড়া খুলনায় ৯৮ মিলিমিটার, রাজশাহীতে ৮৯ মিলিমিটার, বরিশালে ৭৮ মিলিমিটার, গোপালগঞ্জে ৭২ মিলিমিটার এবং ঢাকায় ৩৩ মিলিমিটার।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে উজানে ব্যাপক বৃষ্টিপাতের কারনে বাংলাদেশের উত্তরের   জেলাগুলিতে আগাম প্লাবন দেখা দিতে পারে #

পার্সটুডে/আব্দুর রহমান খান/রেজওয়ান হোসেন/২

 

ট্যাগ