বিশ্ব ক্রীড়া জগতের সর্বোচ্চ পুরস্কার 'অলিম্পিক লরেল'-এ ভূষিত হলেন ড. ইউনূস
(last modified Fri, 23 Jul 2021 14:17:07 GMT )
জুলাই ২৩, ২০২১ ২০:১৭ Asia/Dhaka
  • ড. মুহাম্মদ ইউনূস
    ড. মুহাম্মদ ইউনূস

নোবেল বিজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস এবার বিশ্ব ক্রীড়া জগতের সর্বোচ্চ পুরস্কার 'অলিম্পিক লরেল'-এ ভূষিত হয়েছেন। আজ (শুক্রবার) জাপানে অলিম্পিক ক্রীড়ার উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ এই পুরস্কার প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানটি আন্তর্জাতিক প্রভাবশালী গণমাধ্যমগুলোতে সরাসরি সম্প্রচার করা হয়। তবে অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন না প্রফেসর ইউনূস।

অলিম্পিক কমিটি বলেছে, সারা বিশ্বকে অনুপ্রেরণা দিয়ে এক ছাতার তলে নিয়ে আসার জন্য বাংলাদেশি নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস এই পুরস্কার পাওয়ার জন্য সবচেয়ে বেশি যোগ্য বলে বিবেচিত হয়েছেন।

পুরস্কার প্রদানের পর পরই ইউনূস সেন্টারের ফেসবুক পেজ থেকে তার বক্তব্য প্রকাশ করা হয়। এতে প্রফেসর ইউনূস বলেন, 'অলিম্পিক লরেল প্রাপ্তিতে আমি অভিভূত এবং সম্মানিত বোধ করছি। একইসঙ্গে আমি দুঃখিত যে আমি সশরীরে অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি।'

এরপরই তিনি বিশ্বের অ্যাথলেটদের উদ্দেশ্যে বলেন, 'আপনারাই পরিবর্তনশীল বিশ্বের নেতৃত্ব দিতে পারেন। একইসঙ্গে সৃষ্টি করতে পারেন তিনটি জিরো বা শূন্যের। এগুলো হচ্ছে, শূন্য কার্বন নির্গমন, শূন্য দারিদ্র এবং শূন্য বেকারত্ব। প্রত্যেকের মধ্যে উদ্যোক্তা হওয়ার শক্তি সৃষ্টি করার মাধ্যমেই এগুলো করা সম্ভব।'

প্রফেসর ইউনূস তার বার্তায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সফলতা কামনা করেন। তিনি ক্রীড়ার মাধ্যমে বিশ্বকে আরও শান্তিপূর্ণ স্থান হিসেবে গড়ে তুলতে আইওসি'র ভূমিকার কথা উল্লেখ করে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠক সকলের জন্য শুভ কামনা জানান।  

উল্লেখ্য, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকে এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেয়া হলো এই পুরস্কার। ২০১৬ রিও অলিম্পিকে প্রথমবারের মতো এই পুরস্কার দেওয়া হয় কেনিয়ার সাবেক অলিম্পিয়ান কিপ কাইনোকে। #

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ