জুলাই ২৭, ২০২১ ২১:২১ Asia/Dhaka
  •  আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের দ্বিতীয় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

জনাব, আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের উদ্যোগে দ্বিতীয়বারের মত গত ২৫ জুলাই  রোববার সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সরিষাকান্দা-ইসলামপুর বাজার ও বাজার মসজিদ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের সভাপতি মোঃ শাহাদত হোসেন, ধর্মপাশা উপজেলার ৫ নং সুখাইড় রাজাপুর (উত্তর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহসভাপতি ফরহাদ আহমেদ এবং ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সৈয়দ হোসেন।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৫ নং সুখাইড় রাজাপুর (উত্তর) ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ গোলাপ মিয়া, উক্ত ইউনিয়নের ১, ২, ৩ ও ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি যথাক্রমে মোঃ মারাজ মিয়া, মোঃ ফুল মিয়া, মোঃ মইদর আলী, মোঃ আসাদ মিয়া, ইসলামপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী ও বৃক্ষপ্রেমী মোঃ আব্দুল কুদ্দুস, একই গ্রামের বিশিষ্ট পল্লী চিকিৎসক মোঃ জাকির হোসেন, তরুণ প্রবাসী ব্যবসায়ী মোঃ আলতাফ সিকদার, বাজার মসজিদের ইমাম মাওলানা মোঃ কবির হোসেন, সরিষাকান্দা গ্রামের মোঃ কামাল হোসেন প্রমুখ।

বৃক্ষরোপণ কার্যক্রম শেষে গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের সভাপতি মোঃ শাহাদত হোসেন উপস্থিত ইউনিয়নবাসীর মধ্যে রেডিও তেহরানের কার্যক্রম তুলে ধরেন। এসময় অনেকেই জানান যে, তারা ইরান সম্পর্কে অনেক কিছু জানলেও রেডিও তেহরান সম্পর্কে তেমন একটা জানতেন না। আজকের আলোচনা থেকে তারা রেডিও তেহরানের কার্যক্রম সম্পর্কে জানতে পারলেন এবং ভবিষ্যতে তাদের অনুষ্ঠান শোনার চেষ্টা করবেন।

এছাড়া ৫ নং সুখাইড় রাজাপুর (উত্তর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহসভাপতি ফরহাদ আহমেদ এ ধরনের কর্মসূচির প্রশংসা করে আইআরআইবি ফ্যান ক্লাবকে ধন্যবাদ জানান। সারা বিশ্বের মুসলমানেরা যেন ইরানের নেতৃত্বে একসাথে একমনে ইসলামের জন্য কাজ করতে পারেন তিনি সে প্রত্যাশাও ব্যক্ত করেন।

প্রসঙ্গত, সরিষাকান্দা-ইসলামপুর বাজার মসজিদের জন্য একটি অজুখানা নির্মাণের কাজ চলছে। উক্ত নির্মাণকাজে আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের সভাপতি মোঃ শাহাদত হোসেন আর্থিক সহায়তা প্রদান করেন। কিন্তু একটি টিউবওয়েলের অভাবে অজুখানা নির্মাণ শেষ করতে বিলম্ব হচ্ছিল। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ৫নং সুখাইড় রাজাপুর (উত্তর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহসভাপতি ফরহাদ আহমেদ উক্ত বাজার মসজিদের জন্য যথাসম্ভব শীঘ্রই একটি টিউবওয়েল বরাদ্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও প্রতিশ্রুতি দেন। 

 

বার্তা প্রেরক

শরিফা আক্তার পান্না

অর্থ-সম্পাদক, আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ