তেহরান তৃতীয় ইরান-আরব ডায়লগ কনফারেন্স অনুষ্ঠিত
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে ফিলিস্তিনকে স্বাধীন করতে হবে: ইরান
-
তৃতীয় ইরান-আরব ডায়লগ কনফারেন্সে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ইসরাইলের পরমাণু অস্ত্র ধ্বংস এবং ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইহুদিবাদীদের জবরদখলের অবসান ঘটানো সম্ভব হলেই কেবল পশ্চিম এশিয়া অঞ্চলে পূর্ণ ও প্রকৃত শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব।
তিনি গতকাল (রোববার) তেহরান অনুষ্ঠিত তৃতীয় ইরান-আরব ডায়লগ কনফারেন্সে দেয়া বক্তৃতায় এ মন্তব্য করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনি জনগণকে তাদের সকল অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে এবং গত সাত মাসের বেশি সময় ধরে গাজা উপত্যকার ওপর যে অসম যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে তার ফলে বিশ্ববাসীর সামনে ফিলিস্তিন ইস্যুর গুরুত্বপূর্ণ মাত্রায় ধরা পড়েছে।
ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের ভয়াবহ গণহত্যা ও অপরাধযজ্ঞের প্রতি নিঃশর্ত ও সার্বিক পৃষ্ঠপোষকতা দেয়ার কারণে তিনি মার্কিন সরকারের তীব্র সমালোচনা করেন। আমির-আব্দুল্লাহিয়ান বলেন, আমেরিকা এতদিন ধরে শান্তি, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা করার যে মিথ্যা বুলি আওড়ে এসেছিল তার স্বরূপও আজ বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়ে পড়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিন তথা আরব-মুসলিম বিশ্বে ততদিন পর্যন্ত শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে না যতদিন ফিলিস্তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠিত না হবে। এই অধিকার আদায় করার জন্য ফিলিস্তিনি জনগণের সামনে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএমআই/এমএআর/১৩