সেনা কমান্ডারের হুঁশিয়ারি
‘ইসরাইল থেকে উদ্ভূত হুমকির সরাসরি জবাব দেবে ইরান’
-
ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারী
ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারী বলেছেন, ইহুদিবাদী ইসরাইল থেকে উদ্ভূত যেকোনো হুমকির সরাসরি জবাব দেবে তার দেশের সেনারা।
গতকাল (বৃহস্পতিবার) ইরানের রাজধানী তেহরানের ইমাম আলী আর্মি অফিসার ইউনিভার্সিটিতে আয়োজিত প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক এক সম্মেলনে দেয়া বক্তৃতায় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন জেনারেল হায়দারি।
গত ১৩ এপ্রিল রাতে ইরান ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রথমবারের মতো সরাসরি যে ‘অপারেশন ট্রু প্রমিজ’ নামে সামরিক অভিযান চালিয়েছে সে কথা উল্লেখ করে তিনি বলেন, ওই অভিযানের মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরাইলের ধ্বংস কয়েক ধাপ এগিয়ে গেছে। যদি ইসরাইল থেকে ইরানের জন্য কোনো হুমকি সৃষ্টি করা হয় তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরান সরাসরি তার জবাব দেবে।
জেনারেল হায়দারি বলেন, আজকের দিনে বিশ্ব বলদর্পী শক্তিগুলোকে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের মধ্য দিয়েই জবাব দেয়া হবে। তারা যদি উদ্ভ্রান্তের মতো অন্যদেরকে হুমকি দিতে থাকে তাহলে তলোয়ার কিংবা হাত দিয়ে জবাব দেয়া হবে না; সে জবাব হবে বিজ্ঞান ও প্রযুক্তির ভিত্তিতে।
সম্মেলনে ইরানের সামরিক বাহিনীর বিভিন্ন প্রযুক্তিগত উন্নয়নের কথা তুলে ধরে জেনারেল হায়দারি বলেন, “আমরা স্থল বাহিনীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তির ওপর ভিত্তি করে একটি উপযুক্ত প্ল্যাটফর্ম গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা করেছি। এর ফল হিসেবে রাতের বেলায় মিশন পরিচালনার জন্য হেলিকপ্টারসহ নানা ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরি করা সম্ভব হয়েছে।” তিনি বলেন, ইরানের সামরিক বাহিনীর ভেতরে সৎ বিজ্ঞানীদের উপস্থিতির কারণে এগুলো সম্ভব হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।