আনরোয়ার তথ্য
‘ইসরাইল গাজার ৭৫ ভাগ জনসংখ্যাকে ঘরবাড়ি ছাড়তে বাধ্য করেছে’
জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস বা আনরোয়া বলেছে, গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকার শতকরা ৭৫ ভাগ জনসংখ্যাকে ইহুদিবাদী ইসরাইল জোরপূর্বক বাস্তুচ্যুত করেছে।
গতকাল (বুধবার) এক্স পেইজে দেয়া এক পোস্টে আনরোয়া এই তথ্য প্রকাশ করেছে। সংস্থাটি বলেছে, এসব লোকের মধ্যে অনেককে "চার বা পাঁচবার পর্যন্ত" জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে।
জাতিসংঘের এ সংস্থা বলেছে, “হাজার হাজার ফিলিস্তিনি পরিবারের জন্য কোথাও যাওয়ার জায়গা নেই, সামরিক অভিযান এবং বোমাবর্ষণ তাদের জন্য লাগাতার হুমকি। এর পাশাপাশি গাজার ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার কোথাও এখন আর নিরাপদ নয়।”
গাজার দক্ষিণ ও উত্তরাঞ্চলে একযোগে ইহুদিবাদী সেনাদের হামলার ফলে লাখ লাখ মানুষ তাদের বাড়িঘর থেকে চলে যেতে বাধ্য হয়েছে এবং ত্রাণ সহায়তার প্রবাহ মারাত্মকভাবে সীমিত করেছে।
গত ৯ মে থেকে ইসরাইল ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে আগ্রাসন শুরু করেছে। দখলদার সেনারা রাফার বাসিন্দাদের শহর ছাড়ার নির্দেশ দেয়। মঙ্গলবার জাতিসংঘ জানিয়েছে, রাফাহ থেকে এ পর্যন্ত ৯ লাখেরও বেশি মানুষ পালিয়ে গেছে।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।