গাজায় 'সম্পূর্ণ বিজয়' না আসা পর্যন্ত লড়াই অব্যাহত রাখার প্রতিশ্রুতি
https://parstoday.ir/bn/news/event-i137940-গাজায়_'সম্পূর্ণ_বিজয়'_না_আসা_পর্যন্ত_লড়াই_অব্যাহত_রাখার_প্রতিশ্রুতি
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র শীর্ষ পর্যায়ের কমান্ডারদের সাথে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিরোধকামী সংগঠনের নেতাদের বৈঠক হয়েছে। রাজধানী তেহরানে অনুষ্ঠিত ওই বৈঠকে আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি এবং কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি উপস্থিত ছিলেন। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ২৪, ২০২৪ ১৫:৪৩ Asia/Dhaka
  • আইআরজিসি’র কমান্ডারদের সাথে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিরোধকামী সংগঠনের নেতাদের বৈঠক
    আইআরজিসি’র কমান্ডারদের সাথে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিরোধকামী সংগঠনের নেতাদের বৈঠক

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র শীর্ষ পর্যায়ের কমান্ডারদের সাথে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিরোধকামী সংগঠনের নেতাদের বৈঠক হয়েছে। রাজধানী তেহরানে অনুষ্ঠিত ওই বৈঠকে আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি এবং কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি উপস্থিত ছিলেন। 

বৈঠকে আরো উপস্থিত ছিলেন লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের উপ মহাসচিব শেখ নাঈম কাসেম, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া, ফিলিস্তিনের জিহাদ আন্দোলনের উপ মহাসচিব মোহাম্মাদ আল-হিন্দি এবং ইয়েমেনর ন্যাশনাল স্যালভেশন সরকারের সিনিয়র প্রতিনিধি মোহাম্মাদ আবদুস সালাম।   

বৈঠকে অংশগ্রহণকারীরা গাজা উপত্যকার সর্বশেষ রাজনৈতিক, সামাজিক এবং সামরিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। আগ্রাসী ইসরাইলের বিরুদ্ধে "সম্পূর্ণ বিজয়" না আসা পর্যন্ত ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে তাদের সহযোগী প্রতিরোধ সংগঠনগুলোর লড়াই অব্যাহত রাখার ওপর জোর দেয়া হয়।

গাজা উপত্যকায় গত অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল গণহত্যামূলক আগ্রাসন চালিয়ে আসছে। আগ্রাসনে এ পর্যন্ত প্রায় ৩৬ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার অর্ধেকের বেশি নারী ও শিশু।

প্রতিরোধ আন্দোলনের কর্মকর্তারা ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি এবং তার সফরসঙ্গীদের প্রতি শ্রদ্ধা জানাতে তেহরান আসেন। গত রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হন প্রেসিডেন্ট ইবরাহিম রায়িসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং শীর্ষ পর্যায়ের আরো কয়েকজন কর্মকর্তা।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২৪