ইহুদি সম্প্রদায়ের সঙ্গে রায়িসি সরকারের ইতিবাচক সম্পর্ক ছিল: ইহুদি এমপি
(last modified Sun, 26 May 2024 03:20:15 GMT )
মে ২৬, ২০২৪ ০৯:২০ Asia/Dhaka
  • হোমায়ুন সামেহ ইয়েহ নাজাফাবাদি
    হোমায়ুন সামেহ ইয়েহ নাজাফাবাদি

ইরানের ইহুদি সম্প্রদায়ের মানুষের সঙ্গে শহীদ প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি সরকারের সম্পর্ক ‘ইতিবাচক ও গঠনমূলক’ ছিল বলে ইরানের পার্লামেন্টের ইহুদি সংসদ সদস্য হোমায়ুন সামেহ ইয়েহ নাজাফাবাদি মন্তব্য  করেছেন। তিনি শনিবার ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

নাজাফাবাদি বলেন, শহীদ প্রেসিডেন্ট রায়িসি ব্যক্তিগতভাবে ইরানের ইহুদি সম্প্রদায়ের খোঁজখবর রাখতেন এবং তাদের স্বার্থে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন। তিনি রাজধানী তেহরানে ইহুদি শিক্ষার্থীদের জন্য আলাদা স্কুল প্রতিষ্ঠা করাসহ ইহুদিদের আরো কিছু সমস্যার সমাধান করে দিয়েছিলেন।

ইরানের ইহুদি সম্প্রদায়ের পক্ষ থেকে পার্লামেন্টে কথা বলার জন্য এদেশের সংসদে একটি সংরক্ষিত আসন রয়েছে। ওই আসনের সদস্য নাজাফাবাদি আরো বলেন, ২০২০ সালের করোনা মহামারির সময়ে ইহুদিদের যে দাতব্য হাসপাতালটি বন্ধ হয়ে গিয়েছিল সেটি আবার চালু করার উদ্যোগ নিয়েছিলেন রায়িসি। এছাড়া, তার প্রশাসনের পক্ষ থেকে ইহুদি সম্প্রদায় তাদের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য ‘উল্লেখযোগ্য তহবিল’ লাভ করেছিল। এসব কারণে ইহুদি সম্প্রদায় প্রেসিডেন্ট রায়িসিকে আজীবন মনে রাখবে বলেও তিনি মন্তব্য করেন।

ইরানের ইহুদি সম্প্রদায় দেশের সংখ্যাগুরু জনগোষ্ঠীর সঙ্গে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে বলে জানান নাজাফাবাদি। তিনি বলেন, ইরানে কোনো ইহুদি-বিদ্বেষ নেই বরং সাধারণ মানুষের পাশাপাশি প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তারা তাদের প্রতি আন্তরিক।

জায়নিজম বা ইহুদিবাদী চিন্তাধারার ভিত্তিতে প্রতিষ্ঠিত অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিনাশ চায় ইরান। কিন্তু ইসলামের মহান শিক্ষা অনুযায়ী ইরান মনে করে, ইহুদিবাদী চিন্তাধারায় বিশ্বাস করে না এমন ইহুদিরা রাষ্ট্রের সকল নাগরিক সুবিধা অন্য সবার মতো সমানভাবে ভোগ করার অধিকার রাখে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।