বহুপাক্ষিকতার ভিত্তিতে ন্যায়পূর্ণ বিশ্ব গড়ে তুলবে ইরান ও রাশিয়া: কানি
(last modified Sun, 26 May 2024 04:10:50 GMT )
মে ২৬, ২০২৪ ১০:১০ Asia/Dhaka
  • সের্গেই ল্যাভরভ ও আলী বাকেরি কানি
    সের্গেই ল্যাভরভ ও আলী বাকেরি কানি

ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ইরান ও রাশিয়া যে ন্যায়ভিত্তিক বিশ্ব গড়ে তোলার কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে তার মূল ভিত্তি হচ্ছে বহুপাক্ষিকতাবাদ।

তিনি শনিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক টেলিফোনালাপের পর নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে একথা জানান।

কানি বলেন, রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা নিয়ে ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।  ইরানের অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান ও রাশিয়া দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা বিস্তারের চেষ্টা চালাচ্ছে।

কানি তার এক্স পোস্টে আরো লিখেছেন, “ইরান ও রাশিয়া বহুপাক্ষিক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠা করার যে কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে তার উদ্দেশ্য এমন একটি ন্যায়ভিত্তিক বিশ্ব গড়ে তোলা যেখানে প্রতিটি দেশ তার সক্ষমতা অনুযায়ী ভূমিকা পালন করতে পারে।”

এক সপ্তাহ আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার পর অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আলী বাকেরি কানিকে নিয়োগ দেন।

গত তিন বছর সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ানের ডেপুটি ছিলেন বাকেরি কানি এবং তিনি পাশ্চাত্যের সঙ্গে ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৬