মে ২৬, ২০২৪ ১৪:১৬ Asia/Dhaka
  • ইহুদ ওলমার্ট
    ইহুদ ওলমার্ট

ইহুদিবাদী ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যে সামরিক অভিযান চালানো হচ্ছে তাতে পূর্ণাঙ্গ বিজয় অর্জনের সম্ভাবনা ক্ষীণ। 

গতকাল (শনিবার) ইসরাইলের সম্প্রচার মাধ্যম কেএএন-কে ওলমার্ট বলেন, “গাজায় পূর্ণাঙ্গ বিজয় অর্জন বা হামাসকে সম্পূর্ণভাবে ধ্বংস করার কোনো সুযোগ নেই।" 

গত ৭ অক্টেবার থেকে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন শুরু করেছে এবং সেখানে গণহত্যামূলক যুদ্ধ চালাচ্ছে। ইসরাইলের আগ্রাসনে এ পর্যন্ত প্রায় ৩৬ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু। 

ইহুদ ওলমার্ট এই আগ্রাসনকে একটি স্থবির যুদ্ধ উল্লেখ করে বলেন, এই যুদ্ধ নেতানিয়াহু এবং তার সরকারের কয়েকজন চরমপন্থীর স্বার্থ ছাড়া ইসরাইলের কোনো স্বার্থ রক্ষা করছে না। গাজার ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে ইসরাইলের চলমান আগ্রাসন বন্ধ করতেই হবে বলেও মন্তব্য করেন ইহুদ ওলমার্ট। 

ইহুদ ওলমার্ট এমন সময় এসব একথা বললেন যখন আন্তর্জাতিক বিচার আদালত রাফাহ শহরে ইসরাইলের আগ্রাসন অবলিম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে। তা সত্ত্বেও দখলদার সেনারা রাফায় বর্বর আগ্রাসন অব্যাহত রেখেছে। 

গাজা আগ্রাসনের শুরুতেই ইসরাইল এই উপত্যকার নিয়ন্ত্রণ নেয়া, হামাসকে নির্মূল করা এবং ইসরাইলি বন্দীদের মুক্ত করার লক্ষ্য ঘোষণা করেছিল কিন্তু আজ পর্যন্ত এর একটি লক্ষ্যও অর্জন করতে সক্ষম হয়নি।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২৬

 

 

ট্যাগ