মে ২৭, ২০২৪ ০৯:৩৯ Asia/Dhaka
  • ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের
    ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের

ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের বলেছেন, শহীদ প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসির শাহাদাতের পরেও ইরান তার প্রতিরোধপন্থী নীতি অব্যাহত রাখবে। মধ্যপ্রাচ্যের প্রতিরোধকামী সংগঠনগুলোর প্রতি বিশেষ করে ফিলিস্তিনি সংগঠনগুলোর জন্য ইরানের সমর্থনে কোন পরিবর্তন আসবে না।

ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আল-নাখালার সাথে টেলিফোন সংলাপে এ কথা বলেছেন ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বিশেষ করে ফিলিস্তিনি জনগণের অধিকারের ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন। কিন্তু তাদের শাহাদাতের কারণে প্রতিরোধ সংগঠনগুলোর জন্য ইরানের সমর্থনে কোনো পরিবর্তন আসবে না।

মোখবের বলেন, ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন ও অপরধযজ্ঞ মোকাবেলার জন্য প্রতিরোধ হচ্ছে সবচেয়ে কার্যকরী পন্থা।
ফোনালাপে জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আল-নাখালা প্রেসিডেন্ট রায়িসি ও পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ানের শাহাদাতের ঘটনায় ইরানি সরকার ও জনগণের প্রতি গভীর শোক এবং সামবেদনা প্রকাশ করেন। ইরানি জাতি এই মর্মান্তিক ক্ষতি কাটিয়ে উঠবে বলেও আশা করেন তিনি। নাখালা বলেন, প্রেসিডেন্ট রায়িসি এবং পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান সব সময় ইরানি জনগণ ও প্রতিরোধ সংগঠনগুলোর স্বার্থ রক্ষার ব্যাপারে সম্মুখভাগে ছিলেন।#


পার্সটুডে/এসআইবি/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ