রাফাহ হত্যাকাণ্ড আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশ লঙ্ঘনের সুস্পষ্ট উদাহরণ
https://parstoday.ir/bn/news/event-i138072-রাফাহ_হত্যাকাণ্ড_আন্তর্জাতিক_বিচার_আদালতের_নির্দেশ_লঙ্ঘনের_সুস্পষ্ট_উদাহরণ
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে তাঁবু দিয়ে নির্মিত অস্থায়ী আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়ে ইহুদিবাদী ইসরাইল আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশ লঙ্ঘন করেছে। এই ঘটনা ইসরাইলের যুদ্ধাপরাধের সুস্পষ্ট প্রমাণ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৮, ২০২৪ ১৩:১০ Asia/Dhaka
  • রাফাহ হত্যাকাণ্ড আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশ লঙ্ঘনের সুস্পষ্ট উদাহরণ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে তাঁবু দিয়ে নির্মিত অস্থায়ী আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়ে ইহুদিবাদী ইসরাইল আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশ লঙ্ঘন করেছে। এই ঘটনা ইসরাইলের যুদ্ধাপরাধের সুস্পষ্ট প্রমাণ।

গতকাল (সোমবার) সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে নাসের কানয়ানি বলেন, ইসরাইলের এই অপরাধযজ্ঞের বিরুদ্ধে কঠোর নিন্দা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে শক্ত প্রতিক্রিয়া আসা উচিত। তিনি বলেন, ইসরাইলের এই হামলা এবং অপরাধযজ্ঞে অবাক হওয়ার কিছু নেই কারণ তারা এ ধরনের অপরাধযজ্ঞ গাজার জনগণের ওপর আগে থেকেই চালিয়ে আসছে। ইসরাইল এর আগেও গাজায় মানবিক ত্রাণ পৌঁছাতে দেয়নি এবং হাসপাতালগুলোতে গণহত্যা চালিয়েছে।

নাসের কানয়ানি বলেন, ইহুদিবাদী সেনারা যুদ্ধক্ষেত্রে অত্যন্ত অপমানজনক ব্যর্থতার পরিচয় দিচ্ছে, অন্যদিকে তারা এর প্রতিশোধ নিচ্ছে ফিলিস্তিনের নিরপরাধ সাধারণ মানুষ বিশেষ করে নারী ও শিশুদের হত্যা করে।

ফিলিস্তিনের তথ্য কেন্দ্রে জানিয়েছে, গত ২৪ ঘন্টায় রাফাহ শহরে তাবু নির্মিত শরণার্থী শিবিরগুলোতে ইহুদিবাদী ইসরাইলের হামলায় অন্তত ১৯০ জন নিরপরাধ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।