অপরাধী যতই প্রভাবশালী হোক সরকারের কোনো সাপোর্ট পাবে না: সালমান এফ রহমান
আজিজ-বেনজীরকে কেন গ্রেফতার করা হচ্ছে না: প্রশ্ন মান্নার
-
বক্তব্য রাখছেন মাহমুদুর রহমান মান্না
বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদকে এখনো কেন গ্রেফতার করা হচ্ছে না- তা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
আজ (বুধবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে 'দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন'-এর উদ্যোগে ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহানগর দক্ষিণের সদস্য ইশরাক হোসেনসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে’ এক সমাবেশে এ প্রশ্ন তুলেন তিনি।
মাহমুদুর রহমান মান্না বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে বিএনপি যদি একটা সভা বিকালে ডাকে অফিসের সামনে হাজার হাজার মানুষ সয়লাব হয়ে যায়। এরকম মুক্তির দাবিতে পারলে প্রতিদিন বিভিন্ন জায়গায় সমাবেশ করেন, মানববন্ধন করেন, মানুষের মুক্তির দাবিতে এই দুষ্কৃতিকারীদের বিচারের দাবিতে, কেন এখন পর্যন্ত আজিজ কিংবা বেনজীরকে গ্রেফতার করা হয়নি এবং তাদের নামে মামলা দেয়া হয়নি। সেই ব্যাপারে দাবি তুলতে রাজপথে নামেন।
মান্না বলেন, "বেশি দিন নাই। ওইখানে জাতিসংঘের প্রতিনিধি রোজারি বলেছেন, তার কাছে অভিযোগ করা হয়েছে, তোমরা পিসকোরে বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকে যে, আর্মি-পুলিশ ও অন্যান্য অফিসারদের নিয়ে এসো, তাদেরকে চাকরি দিচ্ছো, এরা তো নিজের দেশে মানবতা বিরোধী অপরাধ করেছে। রোজারি বলেছেন, আমরা খুঁজে দেখবো, যাদের যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আছে তাদেরকে আমরা ফেরত পাঠিয়ে দেবো। বন্ধু-বান্ধব আত্মীয় যদি সেনাবাহিনীতে বা পুলিশে থাকে তাদের খোঁজ নেবেন, তাদের কাছে জিজ্ঞাসা করবেন সবার মধ্যে প্রশ্ন, পুরো সামরিক বাহিনীর বদনাম কুড়িয়েছে এই লোকটা।"

আইন তার নিজ গতিতেই চলবে: সালমান এফ রহমান
এদিকে, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং পুলিশপ্রধান বেনজীর আহমেদের দুর্নীতির অভিযোগের বিষয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, অপরাধী যতই প্রভাবশালী বা ক্ষমতাধর হোক সরকারের কোনো সাপোর্ট বা সহযোগিতা পাবে না। আইন তার নিজ গতিতেই চলবে।
আজ (বুধবার) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালমান এফ রহমান এ কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, আমরা স্পষ্টভাবে বিশ্বাস করি যদি কেউ আইন ভঙ্গ করেন তাহলে আইন তার নিজ গতিতে চলবে। সে যতই প্রভাবশালী হোক না কেন সরকার তাকে সাপোর্ট দিবে না। তাকে শাস্তি পেতে হবে।

আজিজ আহমেদের দুর্নীতি অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন
সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ‘দুর্নীতি’র অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান এ আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
এ বিষয়ে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, অভিযোগ এসেছে। অভিযোগগুলো যাচাই বাছাই করে সত্যতা পেলে আমলে নিয়ে পদক্ষেপ নেওয়া হবে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৯