ইরানি প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনায় নাশকতার প্রমাণ নেই
(last modified Thu, 30 May 2024 05:37:50 GMT )
মে ৩০, ২০২৪ ১১:৩৭ Asia/Dhaka
  • ইরানি প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনায় নাশকতার প্রমাণ নেই

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে নিয়ে গত ১৯ মে যে হেলিকপ্টার দুর্ঘটনা হয়েছে তাতে কোনো নাশকতার আলামত পাওয়া যায়নি বলে নতুন আরেকটি তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ গতকাল (বুধবার) এই প্রতিবেদন প্রকাশ করেছে।

১৯ মে’র হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীসহ তাদের সফর সঙ্গীরা সবাই শহীদ হন। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনার সময় কোনো নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। 

প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারের অবশিষ্টাংশ এবং বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশগুলোর ওপর পরিচালিত নমুনা ও পরীক্ষা এবং তাদের বিচ্ছুরণের ধরণ ও মূল অংশ থেকে আলাদা হওয়া অংশগুলোর দূরত্ব বিবেচনা করে বলা যায় যে, উড্ডয়নের সময় কিংবা পাহাড়ের ঢালে আঘাতের কিছুক্ষণ আগে কোনো নাশকতার ঘটনা ঘটেনি।

তদন্ত প্রতিবেদন বলছে, ইলেক্ট্রনিক ওয়ারফেয়ারের কারণেও হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেনি। এমনকি হেলিকপ্টার দুর্ঘটনার আগে তার কমিউনিকেশন সিস্টেম বা ফ্রিকোয়েন্সিতে কোনো সমস্যা ছিল না। তবে এই হেলিকপ্টার দুর্ঘটনার মূল কারণ বের করার আগ পর্যন্ত আরো পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণা চলতে থাকবে বলে জানানো হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।