ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি
সিরিয়ার কয়েকটি স্থানে ইসরাইলি বিমান হামলা; শিশুসহ নিহত ৪
ইহুদিবাদী ইসরাইল আবারো সিরিয়ার কয়েকটি স্থানে বিমান হামলা চালিয়েছে এবং এতে একটি শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল (বুধবার) ভূমধ্যসাগরের তীরবর্তী বানিয়াস শহরে ইসরাইলি বিমান হামলায় শিশুটি নিহত হয়। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, লেবাননের দিক থেকে ইহুদিবাদী ইসরাইল বিমান থেকে বানিয়াস শহরের মধ্যাঞ্চলের দুটি স্থানে হামলা চালায়। এতে একটি মেয়ে শিশু নিহত এবং দশজন বেসামরিক ব্যক্তি আহত হন।
ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এই হামলায় ২০ জন আহত হয়েছে। সংস্থাটি আরো জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইল পূর্বাঞ্চলীয় হোমস শহরেও বিমান হামলা চালিয়েছে যাতে তিন ব্যক্তি নিহত হন। সিরিয়ান অবজারভেটরি বলছে, হোমসে নিহত তিন ব্যক্তি লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের সহযোগী হিসেবে সিরিয়ায় তৎপর ছিলেন।
এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, দেশের সামরিক বাহিনী শত্রুদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করেছে।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।