জুন ০২, ২০২৪ ০৯:৩৩ Asia/Dhaka
  • রাফার একটি শরণার্থী শিবিরে ইসরাইলের হামলা
    রাফার একটি শরণার্থী শিবিরে ইসরাইলের হামলা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার ব্যাপারে যে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেছেন সে ব্যাপারে সংশয় প্রকাশ করেছে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন। এটি বলেছে, ‘আগ্রাসন বন্ধের’ যে কথা বলা হয়েছে তার অর্থ হতে হবে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরাইলি সেনাদের ‘সম্পূর্ণ প্রত্যাহার’ করা।

বাইডেন শুক্রবার রাতে তিন ধাপের একটি পরিকল্পনা পেশ করার পর শনিবার এক প্রতিক্রিয়ায় জিহাদ আন্দোলন এ বক্তব্য দিল। গাজায় হামাসের পাশাপাশি ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করছে ইসলামি জিহাদ।

মার্কিন প্রেসিডেন্ট তার বক্তব্যে ইসরাইলের পক্ষ থেকে পরিকল্পনাটি পেশ করা  হয়েছে বলে দাবি করলেও ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু শনিবার বাইডেনের পরিকল্পনা প্রত্যাখ্যান করে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন।

ইসলামি জিহাদ শনিবার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, “আমরা মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের ব্যাপারে সন্দিহান। কারণ, তার বক্তব্যে মার্কিন সরকারের অবস্থানে আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এতদিন গাজা উপত্যকার ওপর ইসরাইলের ভয়াবহ গণহত্যা অভিযানে সর্বাত্মক সহযোগিতা করেছে বাইডেন প্রশাসন।”

বিবৃতিতে একইসঙ্গে বলা হয়েছে, গাজায় গণহত্যা বন্ধ করে ইসরাইলি সেনা পুরোপুরি প্রত্যাহার করার যেকোনো পরিকল্পনাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে রাজি রয়েছে জিহাদ আন্দোলন।

শুক্রবারের বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে পরিকল্পনা তুলে ধরেন তা বাস্তবায়িত হলে, সকল পণবন্দির মুক্তির বিনিময়ে গাজা যুদ্ধ বন্ধ হবে, উপত্যকা থেকে ইসরাইলি সেনা পুরোপুরি প্রত্যাহার করা হবে, বিধ্বস্ত গাজার পুনর্নির্মাণ প্রক্রিয়া শুরু হবে এবং সেখানকার অধিবাসীদের জন্য ত্রাণ সহায়তার পরিমাণ উল্লেখযোগ্য মাত্রায় বেড়ে যাবে।

হামাস বাইডেনের পরিকল্পনা ইতিবাচকভাবে বিবেচনা করার প্রতিশ্রুতি দিলেও নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করে বলেছেন, হামাসকে ধ্বংস না করে তিনি গাজা যুদ্ধ বন্ধ করবেন না। নেতানিয়াহুর এই বক্তব্যের ব্যাপারে এখনও ওয়াশিংটনের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ