জুন ০৭, ২০২৪ ১৫:৫২ Asia/Dhaka
  • বৈরুতে হামাস নেতা ওসামা হামদানের সংবাদ সম্মেলন
    বৈরুতে হামাস নেতা ওসামা হামদানের সংবাদ সম্মেলন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে এক বক্তব্যে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ব্যাপারে যে প্রস্তাবনা তুলে ধরেছেন তাকে ‘নিছক কিছু কথামালা’ বলে উল্লেখ করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, ওয়াশিংটনের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো লিখিত দলিল বা প্রতিশ্রুতি দেয়া হয়নি।

লেবাননে হামাসের প্রতিনিধি ওসামা হামদান বৃহস্পতিবার রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে তার সংগঠনের এ অবস্থান তুলে ধরেন।

গত শুক্রবার বাইডেন এক বক্তৃতায় গাজা উপত্যকায় তিন ধাপের ‘যুদ্ধবিরতি প্রস্তাব’ তুলে ধরেন যা বাস্তবায়িত হলে ইসরাইলি পণবন্দিদের মুক্তির বিনিময়ে যুদ্ধ পুরোপুরি বন্ধ করে গাজা থেকে সকল সেনা প্রত্যাহার করে নেবে তেল আবিব। সেইসঙ্গে উপত্যকার পুনর্নির্মাণের পাশাপাশি সেখানে দৈনিক ৬০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করবে বলেও জানান বাইডেন।

কিন্তু হামদান এ সম্পর্কে বলেন, “ওটি কোনো প্রস্তাব ছিল না বরং ছিল বাইডেনের মুখনিসৃত কিছু কথামালা।” তিনি বলেন, “এখন পর্যন্ত মার্কিনীরা এমন কোনো লিখিত দলিল পেশ করেনি যাতে বাইডেনের ওই বক্তব্যের প্রতিফলন ঘটে থাকবে।”

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যে ওই বক্তব্য দেয়ার পর হামাস তার প্রস্তাবকে ইতিবাচকভাবে বিবেচনা করার আশ্বাস দিয়েছিল। এমনকি হামাসের অপর নেতা সামি আবু জুহরি বৃহস্পতিবারই এক বক্তৃতায় বাইডেনের প্রস্তাব বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। কিন্তু হামদান জানালেন, মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের কোনো লিখিত ভিত্তি নেই  যার ওপর নির্ভর করা যায়।#

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ