অধিকৃত শেবাফার্মে ইসরাইলি আর্টিলারি অবস্থানে হিজবুল্লাহর ড্রোন হামলা
https://parstoday.ir/bn/news/event-i138426-অধিকৃত_শেবাফার্মে_ইসরাইলি_আর্টিলারি_অবস্থানে_হিজবুল্লাহর_ড্রোন_হামলা
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা গাজায় তেল আবিব শাসক গোষ্ঠীর চলমান যুদ্ধের প্রতিক্রিয়ায় অধিকৃত শেবাফার্মে ইসরাইলি সামরিক অবস্থানে প্রতিশোধমূলক ড্রোন হামলা চালিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৮, ২০২৪ ১৮:২৯ Asia/Dhaka
  • অধিকৃত শেবাফার্মে ইসরাইলি আর্টিলারি অবস্থানে হিজবুল্লাহর ড্রোন হামলা

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা গাজায় তেল আবিব শাসক গোষ্ঠীর চলমান যুদ্ধের প্রতিক্রিয়ায় অধিকৃত শেবাফার্মে ইসরাইলি সামরিক অবস্থানে প্রতিশোধমূলক ড্রোন হামলা চালিয়েছে।

হিজবুল্লাহ আজ (শনিবার) একটি বিবৃতিতে জানিয়েছে যে তাদের যোদ্ধারা সানাইম এলাকায় নতুন ইনস্টল করা সামরিক হার্ডওয়্যারে বেশ কয়েকটি কামিকাজে ড্রোন দিয়ে আঘাত করেছে। একই সঙ্গে সংগঠনটি জোর দিয়ে বলেছে যে হামলাটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

এছাড়া দিনের শুরুতে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের সৈন্যদের একটি দলকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল যারা আল-রাহেব সামরিক ঘাঁটিতে চলে গিয়েছিল। হিজবুল্লাহ জানিয়েছেন যে তারা ঘটনাস্থল যাচাই বাছাই ও পর্যবেক্ষণ করার পর আর্টিলারি শেল দিয়ে ইসরাইলি বাহিনীকে টার্গেট করেছিল। এছাড়া, গতকাল শুক্রবার সন্ধ্যায় লেবাননের প্রতিরোধকামী এ সংগঠনটি আল-তাইহাত ত্রিভুজ অঞ্চলে ইসরাইলি সৈন্যদের একটি সমাবেশে বিপুল সংখ্যক রকেট দিয়ে হামলা চালায়।

হিজবুল্লাহ যোদ্ধারা নেটুয়া ফরেস্টের একটি এলাকায় অবস্থানরত ইসরাইলি সেনাদের উপর ব্যাপক রকেট হামলা চালায় এবং বিরকাত রিশা ফাঁড়িতে একটি ইসরাইলি সামরিক যানকে লক্ষ্যবস্তু করে।

ইসরাইলি শাসক ৭ অক্টোবর থেকে দক্ষিণ লেবাননে এমন সময় বারবার হামলা করছে যখন এটি গাজার উপর একটি ভয়ঙ্কর যুদ্ধ শুরু করেছে যেখানে কমপক্ষে ৩৬,৭৩১ ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগই মহিলা এবং শিশু। এর প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ ইসরাইলি অবস্থানে প্রায় প্রতিদিনই রকেট হামলা চালাচ্ছে। এএফপির তথ্য অনুযায়ী লেবাননের সীমান্তে অন্তত ৪৫৫ জন নিহত হয়েছে।

হিজবুল্লাহ ইতিমধ্যেই লেবাননের বিরুদ্ধে ২০০০ এবং ২০০৬ সালে ইসরাইলের সঙ্গে দু'টি যুদ্ধে জড়িয়েছে। প্রতিরোধকামী এ সংগঠনটি উভয় সংঘাতে তেল আবিবের অবৈধ সরকারকে পিছু হটতে বাধ্য করেছে।#

পার্সটুডে/বাবুল আখতার/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজেCut লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।