পশ্চিমা জবরদস্তিমূলক পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইরানের বড় সিদ্ধান্ত: কায়রো চুক্তি বাতিল
https://parstoday.ir/bn/news/iran-i154268-পশ্চিমা_জবরদস্তিমূলক_পদক্ষেপের_প্রতিক্রিয়ায়_ইরানের_বড়_সিদ্ধান্ত_কায়রো_চুক্তি_বাতিল
পার্সটুডে : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও সংসদ বিষয়ক মহাপরিচালক হোসেন নুশ-আবাদি জোর দিয়ে বলেছেন, কায়রো চুক্তিকে অকার্যকর ঘোষণা করা আসলে আণবিক শক্তি সংস্থা, তিনটি ইউরোপীয় দেশ এবং যুক্তরাষ্ট্রের ভিত্তিহীন ও  জবরদস্তিমূলক পদক্ষেপেরই পরিণতি।
(last modified 2025-11-21T10:38:12+00:00 )
নভেম্বর ২১, ২০২৫ ১৬:৩৫ Asia/Dhaka
  • হোসেন নুশ-আবাদি
    হোসেন নুশ-আবাদি

পার্সটুডে : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও সংসদ বিষয়ক মহাপরিচালক হোসেন নুশ-আবাদি জোর দিয়ে বলেছেন, কায়রো চুক্তিকে অকার্যকর ঘোষণা করা আসলে আণবিক শক্তি সংস্থা, তিনটি ইউরোপীয় দেশ এবং যুক্তরাষ্ট্রের ভিত্তিহীন ও  জবরদস্তিমূলক পদক্ষেপেরই পরিণতি।

পশ্চিমা দেশগুলো—ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাষ্ট্রের উপস্থাপিত ইরানবিরোধী প্রস্তাবটি বৃহস্পতিবার আইএইএ বোর্ড অফ গভর্নরসে সর্বসম্মত সমর্থন ছাড়াই গৃহীত হয়। প্রস্তাবটি ১৯ ভোটে পাস হয়, যেখানে ১২টি দেশ বিরত থাকে এবং তিনটি দেশ বিরোধিতা করে। এর পরপরই ইরান, রাশিয়া, বেলারুস, চীন, কিউবা, নিকারাগুয়া, ভেনিজুয়েলা ও জিম্বাবুয়ে একটি যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের তদারকির আওতাধীন পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা এবং নতুন ইরান-বিরোধী প্রস্তাব পাস করানোর প্রচেষ্টাকে নিন্দা জানায়। তারা সদস্য দেশগুলোকে আহ্বান জানায় যেন ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে রাজনৈতিকীকরণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।

পশ্চিমা–ইসরায়েলি অক্ষের চাপে প্রস্তাবটি পাস হয়েছে

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও সংসদ বিষয়ক মহাপরিচালক হোসেন নুশ-আবাদি প্রস্তাবটি পাস হওয়ার পর এক প্রতিক্রিয়ায় বলেন, এই প্রস্তাবটি পশ্চিমা–ইসরায়েলি জোটের চাপে এবং আণবিক সংস্থার সঙ্গে ইরানের ধারাবাহিক সহযোগিতা উপেক্ষা করেই গৃহীত হয়েছে এবং আবারও ইরানকে পরিদর্শন-সম্পর্কিত অঙ্গীকার পালন না করার অভিযোগে অভিযুক্ত করেছে।

ইরানের এই জ্যেষ্ঠ কূটনীতিক আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে এই ইরানবিরোধী প্রস্তাবে  যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে বেআইনি হামলার কোনো উল্লেখ নেই- যদিও এসব স্থাপনা নিয়মিতভাবে আণবিক সংস্থার পরিদর্শকদের মাধ্যমে তদারকির আওতায় রয়েছে।

প্রস্তাবটির কোনো আইনি মূল্য নেই

নুশ-আবাদি আইএইএ বোর্ড অফ গভর্নরসের ইরানবিরোধী প্রস্তাবটিকে 'আইনগতভাবে মূল্যহীন ও বাধ্যতামূলক নয়' অভিহিত করে বলেন: "এই পদক্ষেপের মাধ্যমে বোর্ড ইরানের সদিচ্ছা, ইতিবাচক আলোচনা ও গঠনমূলক সহযোগিতাকে উপেক্ষা করেছে।"

তিনি আরও বলেন, ইরানের দায়িত্বশীল কর্মকর্তারা আগে থেকেই সতর্ক করেছিলেন যে, তারা রাজনৈতিক, ধ্বংসাত্মক ও শত্রুতামূলক আচরণের প্রতি নীরব থাকবে না এবং এর জবাবে প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নেবে।

অবিলম্বে কায়রো চুক্তির সমাপ্তি ঘোষণার চিঠি পাঠাল তেহরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি প্রস্তাবটি গৃহীত হওয়ার পরপরই জানান, ইরান আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি-এর কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে কায়রো চুক্তিকে অকার্যকর এবং সমাপ্ত ঘোষণা করেছে।

উল্লেখ্য, চলতি বছরের ৯ সেপ্টেম্বর কায়রোতে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেল-আতি'র মধ্যস্থতায় আরাকচি ও গ্রোসি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর তদারকি ও সহযোগিতা সংক্রান্ত একটি কর্মপদ্ধতি বিষয়ে চুক্তিতে পৌঁছেছিলেন।#

পার্সটুডে/এমএআর/২১