জন্মদিনে তারেক রহমান,
নারীর নিরাপত্তা ছাড়া দেশ এগোতে পারবে না, জাতীয় পর্যায়ে পদেক্ষেপের আহ্বান
-
তারেক রহমান,ডা,জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অনলাইন ও অফলাইন—উভয় জগতেই নারীরা নিরাপদ বোধ না করলে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না। তিনি নারীদের সুরক্ষা ও ক্ষমতায়নে জরুরি ভিত্তিতে জাতীয় পর্যায়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
নিজের ৬১তম জন্মদিন উপলক্ষে আজ (বুধবার) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, 'নারীদের অবশ্যই নিরাপদ বোধ করতে হবে। অনলাইনে ও অফলাইনে, ঘরে ও বাইরে, ব্যক্তিগত জীবনে এবং পেশাগত জীবনে।'
ইংরেজিতে লেখা এই পোস্টের সঙ্গে তিনি স্ত্রী ডা. জোবায়দা রহমান ও তাদের একমাত্র কন্যা জাইমা রহমানের সঙ্গে তোলা নিজের ছবিও দেন।
তিনি বলেন, ডিজিটাল জগৎ এখন আমাদের জীবনের প্রতিটি অংশকে প্রভাবিত করছে। প্রযুক্তি যে গতিতে বিশ্ব ও বাংলাদেশকে বদলে দিয়েছে, তা আমাদের কেউই উপেক্ষা করতে পারি না।
তারেক রহমান বলেন, তিনি এবং তার স্ত্রী প্রায়ই ভাবেন যে তাদের বেড়ে ওঠার সময়ের চেয়ে বর্তমান পৃথিবীটা কতটা আলাদা। তিনি বলেন, অনেক অভিভাবক ও সচেতন নাগরিকের মতো আমরাও একই সঙ্গে আশা ও উদ্বেগ অনুভব করি। সুযোগ এখন আগের চেয়ে অনেক বেশি, কিন্তু সেই সঙ্গে ঝুঁকিও বেড়েছে।
বিএনপির এই নেতা বলেন, প্রতিদিন অসংখ্য নারীকে হয়রানি, ভীতি প্রদর্শন, বুলিং ও সহিংসতার শিকার হতে হয়—শুধুমাত্র কথা বলা, কাজ করা, পড়াশোনা করা বা স্বাধীনভাবে বাঁচার চেষ্টা করার জন্য। 'এই বাংলাদেশ আমাদের স্বপ্নের নয়। আমাদের মেয়েদের জন্য এমন ভবিষ্যৎ কাম্য নয়।'
তিনি সাইবার অপরাধীদের মোকাবিলা করার জন্য একটি জাতীয় অনলাইন নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।
তারেক রহমান বলেন, এর মধ্যে থাকবে ২৪ ঘণ্টার হটলাইন, একটি অনলাইন পোর্টাল এবং প্রশিক্ষিত রেসপন্ডার বা সাড়াদানকারী। পাশাপাশি, প্রধান ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর সঙ্গে অংশীদারত্ব আপত্তিকর কন্টেন্ট দ্রুত অপসারণে সহায়তা করতে পারে। তারেক রহমান বলেন, ভয়ের কারণে কোনো নারীকে যেন জনঅংশগ্রহণ থেকে সরে যেতে না হয়।
তারেক রহমান বলেন, নারীরা যখন জেগে ওঠে, তখন জাতিও তাদের সঙ্গে জেগে ওঠে। আমাদের রাজনীতি, ধর্ম, জাতিসত্তা বা লিঙ্গ যা-ই হোক না কেন, একটি সত্য আমাদের বাংলাদেশি হিসেবে ঐক্যবদ্ধ করবে: যে বাংলাদেশে নারীরা নিরাপদ ও ক্ষমতায়িত—সেই বাংলাদেশ অপ্রতিরোধ্য।#
পার্সটুডে/জিএআর/২০