ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক: আইনমন্ত্রী
(last modified Wed, 12 Jun 2024 08:58:15 GMT )
জুন ১২, ২০২৪ ১৪:৫৮ Asia/Dhaka
  • আনিসুল হক
    আনিসুল হক

বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, "কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্ন দেশসহ পশ্চিমা দেশগুলো গুরুত্বপূর্ণ মামলা হিসেবে বিবেচনা করে। ঠিক সেভাবেই ড. ইউনূসের মামলা পরিচালিত হচ্ছে। দেশের যে কোনো নাগরিক আইন ভঙ্গ করলে তার যেমন বিচার হয় ড. ইউনূসেরও সেভাবেই বিচার হচ্ছে। তবে তিনি যেসব কথা বলে বেড়াচ্ছেন তা অসত্য এবং এসব কথা দেশের জনগণের জন্য অপমানজনক।"

আজ (বুধবার) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইট লি'র নেতৃত্বে সুইডেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ড, স্পেন ও ডেনমার্কের রাষ্ট্রদূত আইনমন্ত্রী আনিসুল হকের সাথে বৈঠকে বসেন। এসময় তারা ড. মূহম্মদ ইউনূসের বিচার প্রক্রিয়া বিষয়ে বিস্তারিত জানতে চান।  

এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, "ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি মামলা করেছে। সে মামলার ব্যাপারে আমি বলেছি- মামলাটি আদালতে চলমান রয়েছে। আদালতে যে মামলা চলমান থাকে সে মামলা সম্পর্কে আইনমন্ত্রী কোনো কথা বলেন না সে ব্যাপারটাও তাদেরকে বলেছি। আরেকটি বিষয় আমি বলেছি-তার বিরুদ্ধে ট্যাক্স না দেয়ার মামলা রয়েছে। তার একটি মামলায় তিনি আপিল বিভাগ পর্যন্ত গিয়ে হারার পরে ট্যাক্স দিয়েছেন। অন্যান্য মামলা যেগুলো রয়েছে সেগুলোও ট্যাক্স না দেয়ার মামলা।"

মন্ত্রী বলেন, "ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে শ্রম আইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আইন, ডেটা প্রটেকশন ও সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে কথা হয়েছে। রোহিঙ্গা ইস্যু এবং সর্বশেষ এন্টি ডিসস্ক্রিমিনেশন বেল সম্পর্কেও তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা ড. ইউনূসের মামলা সম্পর্কে জিজ্ঞেস করেছিল।"

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে শ্রম আইন, নির্বাচন কমিশন আইন, সাইবার নিরাপত্তা আইন, আটিফিসিয়াল ইন্টিলেজেন্স আইন ও রোহিঙ্গাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১২

ট্যাগ