ইসরাইলের সাথে সহযোগিতা
কয়েকটি আরব রাজতান্ত্রিক সরকার মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করছে: হুথি
-
আব্দুল মালিক আল-হুথি
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল-হুথি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সাথে সহযোগিতা করার মাধ্যমে কয়েকটি রাজতান্ত্রিক আরব দেশ মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল যে গণহত্যা চালাচ্ছে সে ব্যাপারে আরব দেশগুলোর নীরবতার কঠোর সমালোচনা করেন তিনি।
গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় ইয়েমেনের রাজধানীর সানায় দেয়া এক বক্তৃতায় আব্দুল মালিক আল-হুথি এসব কথা বলেন। তার এ ভাষণ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
অত্যাধুনিক অস্ত্র সজ্জিত ইসরাইলি সেনাদের বিরুদ্ধে গাজার প্রতিরোধ যোদ্ধাদের ইস্পাত কঠিন লড়াইয়ের প্রশংসা করে আব্দুল মালিক আল-হুথি বলেন, সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও ফিলিস্তিনি যোদ্ধারা বিশাল সাফল্য অর্জন করেছে। আনসারুল্লাহ প্রধান বলেছেন, “গাজার প্রতিরোধ যোদ্ধাদের দৃঢ়তা তাদের অটুট বিশ্বাস এবং গভীর সচেতনতার প্রমাণ দেয়।"
তিনি জোর দিয়ে বলেন, হামাস প্রতিরোধ যোদ্ধাদের হাতে বন্দী চার ইসরাইলির উদ্ধার করাকে সাফল্য হিসেবে দেখা যায় না কারণ গাজার বিরুদ্ধে আট মাসেরও বেশি সময় ধরে নিরলস রক্তাক্ত আগ্রাসন চালানোর পর ইসরাইলি সেনারা এই চার বন্দীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।