জুন ১৫, ২০২৪ ১২:৪৮ Asia/Dhaka
  • গাজায় গণহত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছেন ইয়েমেন ও বাহরাইনিরা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি সমর্থন জানানোর জন্য ইয়েমেন ও বাহরাইনের লাখ লাখ মানুষ রাজপথে নেমে বিক্ষোভ মিছিল করেছেন। 

গতকাল (শুক্রবার) ইয়েমেনের রাজধানীর সানা, উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সা’দা এবং আরো কয়েকটি এলাকার মানুষ গাজাবাসীর সমর্থনে মিছিল করেন। এ সময় তারা চলমান এই যুদ্ধে গাজাবাসীর পাশে শক্তভাবে আছেন বলে স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে অংশ নেয়া লোকজন গাজায় ইহুদিবাদী সেনাদের গণহত্যার কঠোর নিন্দা জানান। এরইমধ্যে গাজায় কমপক্ষে ৩৭ হাজার ২৩২ জন ফিলিস্তিনি শহীদ এবং ৮০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।

হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ইসরাইল ও তার মিত্রদের বিরুদ্ধে যে হামলা চালাচ্ছে তার প্রতি সমর্থন জানান বিক্ষোভ-মিছিলে অংশ নেয়া লোকজন। 

এদিকে, বাহরাইনের বিরোধীদল আল-ওয়েফাক সোসাইটি সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে জানিয়েছে, ইসরাইলের বর্বর গণহত্যার প্রতিবাদে বাহরাইনের লোকজন জুমার নামাজের পর রাস্তায় নেমে আসেন। তারা মানামার উত্তর-পশ্চিমাঞ্চলীয় দিরাজ এলাকায় বিক্ষোভ মিছিল করেন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/১৫

ট্যাগ