পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে পুতিন
পশ্চিমাদের বলদর্পিতা বিশ্বকে পয়েন্ট অফ নো রিটার্নের দিকে নিয়ে যাচ্ছে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমাদের বলদর্পিতা ও স্বার্থপরতা বিশ্বকে বিপজ্জনক ‘পয়েন্ট অফ নো রিটার্ন’এর কাছাকাছি নিয়ে গেছে।
গতকাল (শুক্রবার) রাজধানী মস্কোয় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট পুতিন একথা বলেন। ইউক্রেনে গত কয়েক বছর ধরে রাশিয়ার সামরিক বাহিনী যে অভিযান চালাচ্ছে তার জন্য তিনি আমেরিকা এবং ন্যাটো মিত্রদের দায়ী করেন। পুতিন বলেন, মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের প্রতারণার কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
প্রেসিডেন্ট পুতিন আরো বলেন, দীর্ঘদিন ধরে আমেরিকার নেয়া নানা পদক্ষেপ আন্তর্জাতিক কৌশলগত স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করেছে। আমেরিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা চুক্তি, মধ্যম ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র এবং উন্মুক্ত আকাশ চুক্তি থেকে ওয়াশিংটনের বেরিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রেসিডেন্ট পুতিন স্মরণ করিয়ে দেন, “আমেরিকার কারণে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র-বিরোধী চুক্তি বাতিল হয়েছে এবং ইউরোপে দীর্ঘদিন ধরে যে আস্থার পরিবেশ গড়ে উঠেছিল ওয়াশিংটন তা নস্যাৎ করেছে। আমেরিকার এই ভুল নীতি পরিস্থিতিকে মারাত্মক বিপজ্জনক অবস্থার দিকে নিয়ে গেছে। এখন আমরা আমরা অগ্রহণযোগ্যভাবে পয়েন্ট অব নো রিটার্নের কাছাকাছি চলে এসেছি।"#
পার্সটুডে/এসআইবি/জিএআর/১৫