ইরানের সঙ্গে কৌশলগত চুক্তিতে সই করলেন প্রেসিডেন্ট পুতিন
(last modified Tue, 22 Apr 2025 06:38:38 GMT )
এপ্রিল ২২, ২০২৫ ১২:৩৮ Asia/Dhaka
  • ইরানের সঙ্গে কৌশলগত চুক্তিতে সই করলেন প্রেসিডেন্ট  পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশ এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যে ব্যাপক কৌশলগত চুক্তির আইনে স্বাক্ষর করেছেন। এর আগে চলতি মাসের শুরুতে রাশিয়ার স্টেট ডুমা এবং রাশিয়ার ফেডারেশন কাউন্সিল উভয়ই চুক্তিটি অনুমোদন করে।

পার্সটুডে অনুসারে ২০২৫ সালের জানুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মস্কো সফরের সময় এই চুক্তি সই হয়েছিল। এই চুক্তিতে দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে মস্কো এবং তেহরানের মধ্যে সহযোগিতার আরও উন্নয়নের জন্য আইনি কাঠামো নির্ধারণ করা হয়েছে। এটি রাশিয়া এবং ইরানের কৌশলগত অংশীদার হিসেবে মর্যাদাকে প্রতিষ্ঠিত করে এবং প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ মোকাবেলা, জ্বালানি, অর্থ, পরিবহন, শিল্প, কৃষি, বিজ্ঞান, সংস্কৃতি এবং প্রযুক্তিসহ সব ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে।

পুতিনের এই আইনে স্বাক্ষরের সাথে সাথে রাশিয়ায় এই চুক্তির আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই চুক্তির বাস্তবায়ন  এখন উভয় দেশের আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার উপর নির্ভর করবে। সম্প্রতি রাশিয়া সফরের সময় রাশিয়া টুডের সাথে একান্ত সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এই বিষয়ে এক প্রশ্নের জবাবে বলেন, "আগামী দিনে ইরানের সংসদও এই চুক্তিটি অনুমোদন করবে এবং আমি মনে করি আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই চুক্তি কার্যকর হবে।"

আরাকচি উল্লেখ করেছেন, বিস্তৃত কৌশলগত চুক্তি বিশ্বকে এই বার্তা দেয় যে ইরান এবং রাশিয়া দীর্ঘমেয়াদী সহযোগিতা খুঁজছে এবং স্বল্পমেয়াদী সমস্যাগুলো এই সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে না। অতএব, আমি বিশ্বাস করি যে এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে আমাদের সহযোগিতার পথ আরও শক্তিশালী হবে।#

পার্সটুডে/এমবিএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।