বার্লিনের বাধার মুখে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিতে পারল না ইইউ
https://parstoday.ir/bn/news/event-i138646-বার্লিনের_বাধার_মুখে_রাশিয়ার_বিরুদ্ধে_নতুন_নিষেধাজ্ঞা_দিতে_পারল_না_ইইউ
রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের যে পরিকল্পনা নিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন তা আপাতত ব্যর্থ হয়েছে। জার্মানির বাধার মুখে রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাবিত নিষেধাজ্ঞা নিয়ে গতকাল (শুক্রবার) আলোচনা করতে পারেনি ইইউ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৫, ২০২৪ ১৪:০৯ Asia/Dhaka
  • বার্লিনের বাধার মুখে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিতে পারল না ইইউ

রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের যে পরিকল্পনা নিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন তা আপাতত ব্যর্থ হয়েছে। জার্মানির বাধার মুখে রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাবিত নিষেধাজ্ঞা নিয়ে গতকাল (শুক্রবার) আলোচনা করতে পারেনি ইইউ।

ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থার রয়টার্স গতরাতে জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর নতুন নিষেধাজ্ঞা নিয়ে শুক্রবার সন্ধ্যায় আলোচনার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে জার্মানির বাধার মুখে আলোচনার এই এজেন্ডা প্রত্যাহার করা হয়।

নতুন পরিকল্পনার মধ্যে রাশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের ওপরে নিষেধাজ্ঞা আরোপের কথা ছিল। এছাড়া, যেসব দেশ নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনে তা তৃতীয় দেশের মাধ্যমে বিক্রি করছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথা ছিল। জার্মানি মনে করছে, ইউরোপীয় ইউনিয়নের এই পরিকল্পনায় তার নিজের অর্থনীতি এবং বিভিন্ন কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে। 

আজ এবং আগামীকাল সুইজারল্যান্ডে একটি শান্তি সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে যাতে বিশ্বের ৯০টি দেশের প্রতিনিধি উপস্থিত থাকবেন। ইউরোপীয় ইউনিয়ন আশা করছিল, এর আগেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি চূড়ান্ত করবে কিন্তু তা এখন আর সম্ভব হচ্ছে বলে মনে হয় না। রাশিয়া, চীন এবং সৌদি আরব সুইজারল্যান্ডের এই শান্তি সম্মেলনে উপস্থিত থাকবে না।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/১৫